এক্সপ্লোর
Advertisement
আগুনে পুড়েছে ঘর-বই, প্রায় অসাধ্য সাধন, এসএসএলসি পরীক্ষায় ৬০% পেল শ্রমিকের ছেলে, সেনা অফিসার হওয়ার স্বপ্ন
থিম্মাপ্পা বলছে, পাঠ্যবই, নোটবুক ছাড়া এসএসএলসি পরীক্ষার প্রস্তুতি নেওয়া প্রায় অসম্ভব ব্যাপার। ভেবেছিলাম সব বুঝি শেষ হয়ে গেল। আর পরীক্ষা দেওয়া হল না। তবুও একটা মরিয়া চেষ্টা করলাম শেষ দিনগুলোয়। যাহোক, ৬০ শতাংশ পেয়ে পাশ তো করেছি।
নয়াদিল্লি: উত্তর কর্ণাটকের পরিযায়ী শ্রমিক পরিবারের ছেলে। ঝুপড়িতে বাস। সাধ ও সাধ্যের মধ্যে সব সময়ই ফারাক। তবুও কারও থেকে চেয়েচিন্তে কিছু পুরনো বই জোগাড় করে পড়াশোনা চালাচ্ছিল। এসএসএলসি পরীক্ষার মাসখানেক আগে দেশের বাড়ি তারা গিয়েছিল সপরিবারে। আর সে সময়েই হঠাৎ করে কাছাড়াকানাহাল্লি বস্তিতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল বাড়ির সমস্ত কিছু। আর হ্যাঁ, পুড়ে গেল অধিকাংশ বইও। ফিরে এসে আর কিছুই উদ্ধার করার মতো ছিল না। কিন্তু এই মারাত্মক চ্যালেঞ্জটাও পার করে ফেলল থিম্মাপ্পা্ বি নামের ছেলেটি। এই অবস্থায় অতি কষ্টে পড়ে, পরীক্ষা দিয়েও ৬০ শতাংশ নম্বর পেয়েছে সে।
থিম্মাপ্পা বলছে, পাঠ্যবই, নোটবুক ছাড়া এসএসএলসি পরীক্ষার প্রস্তুতি নেওয়া প্রায় অসম্ভব ব্যাপার। ভেবেছিলাম সব বুঝি শেষ হয়ে গেল। আর পরীক্ষা দেওয়া হল না। তবুও একটা মরিয়া চেষ্টা করলাম শেষ দিনগুলোয়। যাহোক, ৬০ শতাংশ পেয়ে পাশ তো করেছি। এটা সত্যি যে নিজের বই, খাতাগুলো থাকলে আরও অনেক ভালো রেজাল্ট করতে পারতাম।
কর্ণাটকের চাইল্ড রাইটস কমিশনের চেয়ারম্যান ডঃ অ্যান্টিনি সেবাস্তিয়ান থিম্মাপ্পাকে বিশেষ সম্মান জ্ঞপন করেছেন নিজে এসে। তা নিয়ে খুব খুশি থিম্মাপ্পা। আপাতত নির্মাণ শ্রমিক হিসেবে কাজে লেগেছে হতদরিদ্র পরিবারের থিম্মাপ্পা। তার স্বপ্ন, পরীক্ষায় পাশ যেমন করতে পেরেছে, তেমনই একদিন ভারতীয় সেনাবাহিনীর অফিসারও হতে পারবে সে।
Education Loan Information:
Calculate Education Loan EMI
শিক্ষা (Education) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement