FIITJEE: আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ! FIITJEE-র ৩০০ অ্যাকাউন্ট বন্ধ করল পুলিশ, বাজেয়াপ্ত নগদ ৬০ লক্ষ টাকা
FIITJEE Accounts Freeze: নয়ডার ডিসিপি রাম বদন সিং সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'এরকম আরও অ্যাকাউন্ট তদন্তে পাওয়া যাচ্ছে। ফিটজির মালিক দীনেশ গোয়েলকে ডেকে পাঠানো হয়েছে বয়ান নেওয়ার জন্য।'

নয়াদিল্লি: FIITJEE-র একের পর এক কোচিং সেন্টার বন্ধ হয়েছে হঠাৎ করে। প্রতিষ্ঠানের শিক্ষকরা বহুদিন যাবৎ বেতন না পেয়ে পদত্যাগ করেছেন আর তাই শিক্ষার্থী এবং অভিভাবকরাও ধন্দে পড়েছেন। বহু লক্ষ টাকা খরচ করে এই প্রতিষ্ঠানে ভর্তির পরে কোচিং সেন্টার বন্ধ হয়ে যাওয়ায় প্রতিবাদে সামিল হয়েছিলেন অনেক অভিভাবক। তবে ফিটজি কর্তৃপক্ষ (FIITJEE Coaching Centre) জানিয়েছিল যে কয়েক দিনের মধ্যেই অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এরই মাঝে ফিটজি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত ৩০০টিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করল নয়ডা পুলিশ (Noida Police) এবং ৬০ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছে তারা। ফিটজির প্রধান দীনেশ গোয়েল এবং আরও ৮ ডিরেক্টরের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এমনকী তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা অপরাধমূলক ষড়যন্ত্রেও লিপ্ত ছিলেন, তারা প্রতারণা করেছেন।
নয়ডার ডিসিপি রাম বদন সিং সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'এরকম আরও অ্যাকাউন্ট তদন্তে পাওয়া যাচ্ছে এবং আমরা আরও বিশদ তথ্যের জন্য অপেক্ষা করছি। ফিটজির মালিক দীনেশ গোয়েলকে ডেকে পাঠানো হয়েছে বয়ান নেওয়ার জন্য এবং একইসঙ্গে ডাকা হয়েছে পূর্বতন আরও ৩১ জন শিক্ষককেও। ২৫০ জন অভিভাবকের বয়ান ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে। অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রতারণার অভিযোগে এই মামলা সাজানো হয়েছে, নয়ডার সেক্টর ৫৮ থানা এই গোটা বিষয়টার তদন্ত পরিচালনা করছে।'
জানুয়ারি মাসের শেষদিকে পরপর ফিটজির বেশ কিছু কোচিং সেন্টার বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই এই তদন্ত শুরু হয়েছে। গাজিয়াবাদের রাজনগর, নয়ডার সেক্টর ৬২, গ্রেটার নয়ডার শাখাগুলি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। পরীক্ষার ঠিক আগে আগে হাজার হাজার শিক্ষার্থীর জীবন অনিশ্চিত হয়ে পড়ে। গাজিয়াবাদের কোচিং সেন্টার বন্ধ হওয়ার পরে এফআইআর দায়ের হয় ৪ জনের নামে, ২৪ জানুয়ারি নয়ডাতেও একটি এফআইআর দায়ের হয় যেখানে ৯ জন ফিটজির ডিরেক্টরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ছিল। গ্রেটার নয়ডার নলেজ পার্ক থানাতেও ৪ জন ফিটজি ডিরেক্টরের নামে এফআইআর দায়ের করা হয়েছে।
এর আগে ফিটজি কর্তৃপক্ষ জানিয়েছিল, 'ফিটজি কখনই নিজের সিদ্ধান্তে তাদের কোনো কোচিং সেন্টার বন্ধ করেনি। সংস্থার পরিচালন কমিটি, গোটা টিম পদত্যাগ করার কারণে এই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিশৃঙ্খলা ক্ষণস্থায়ী, খুব দ্রুত সংস্থার আধিকারিকদের উদ্যোগে সমস্ত জায়গায় আবার কোচিং সেন্টার শুরু হবে।'
আরও পড়ুন: Bank Jobs: রিজার্ভ ব্যাঙ্কে চাকরির সুযোগ, ঘণ্টাপিছু মিলবে ১ হাজার টাকা, কোন পদে হবে নিয়োগ ?
Education Loan Information:
Calculate Education Loan EMI






















