Bank Jobs: রিজার্ভ ব্যাঙ্কে চাকরির সুযোগ, ঘণ্টাপিছু মিলবে ১ হাজার টাকা, কোন পদে হবে নিয়োগ ?
Reserve Bank of India Jobs: মেডিকেল কনসালট্যান্ট পদের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতি ঘণ্টায় ১ হাজার টাকা হারে সাম্মানিক পাবেন।

RBI Jobs: ভারতের রিজার্ভ ব্যাঙ্কে চাকরির সুযোগ। মেডিকেল কনসালট্যান্ট পদে এই নিয়োগ করা হবে। আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে এই নিয়োগ (RBI Job) হবে সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক। নির্বাচিত প্রার্থীরা ঘণ্টাপিছু ১ হাজার টাকা হারে (Bank Jobs) বেতন পাবেন। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্কে যারা কাজ করতে চাইছেন, তাদের জন্যে এটি অত্যন্ত ভাল সুযোগ।
কত শূন্যপদ
রিজার্ভ ব্যাঙ্কে মেডিকেল কনসালট্যান্ট পদের জন্য প্রার্থী নিয়োগ করা হবে। এটি কোনো স্থায়ী চাকরি নয়, এই পদে নির্বাচিত প্রার্থীর সঙ্গে ৩ বছরের চুক্তি হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতি ঘণ্টায় ১ হাজার টাকা করে বেতন পাবেন। মেডিসিনে যে সমস্ত প্রার্থীর খুব ভাল দখল আছে এবং জ্ঞান রয়েছে, যারা আরবিআইয়ের সঙ্গে কাজ করতে আগ্রহী, এই সমস্ত পদের জন্য আবেদন প্রক্রিয়া এবং যোগ্যতার মানদণ্ড সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে।
যোগ্যতার মানদণ্ড
মেডিকেল কনসালট্যান্ট পদের জন্য আবেদন করার ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে।
প্রাথমিকভাবে আগ্রহী প্রার্থীদের মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি পেয়ে থাকতে হবে। যদি আগ্রহী প্রার্থী জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি পেয়ে থাকে, তাহলেও এই পদের জন্য আবেদন করতে পারবেন। পেশাদার চিকিৎসক হিসেবে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
নির্বাচন প্রক্রিয়া ও বেতন
শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে এই পদের জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে। এই নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ইন্টারভিউর পরে নথি যাচাই করা হবে প্রার্থীদের। তারপরেই চূড়ান্ত করা হবে নির্বাচন। এই আবেদন অনলাইনে করা যাবে না, আবেদনপত্র পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় এই পদের জন্য আবেদনপত্র পাঠাতে হবে প্রার্থীকে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
