(Source: ECI/ABP News/ABP Majha)
Recruitment News: ফুড কর্পোরেশনে উচ্চপদে চাকরির সুযোগ, মাসিক বেতন ৮০ হাজার; কত শূন্যপদ ?
FCI Recruitment: এই সংস্থায় উল্লিখিত পদের জন্য মোট আসন ৬টি। বিভিন্ন রাজ্যে এই নিয়োগ করা হবে। নয়ডা, উত্তরপ্রদেশ, চণ্ডীগড়, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, হায়দরাবাদ, মুম্বই ইত্যাদি।
FCI Recruitment: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদে করা হবে এই নিয়োগ। অনলাইনে এই পদের জন্য করতে হবে আবেদন। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে এই পদের (Recruitment News) জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন (FCI Recruitment) করতে হবে আগ্রহী প্রার্থীদের। দেখে নিন কত শূন্যপদ রয়েছে, কীভাবেই বা করবেন আবেদন।
মোট শূন্যপদ
এই সংস্থায় উল্লিখিত পদের জন্য মোট আসন রয়েছে ৬টি। ফুড কর্পোরেশনের বিভিন্ন রাজ্যের পদে এই নিয়োগ করা হবে। নয়ডা, উত্তরপ্রদেশ, চণ্ডীগড়, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, লক্ষ্ণৌ, ওড়িশা, ভুবনেশ্বর, তেলেঙ্গানা, হায়দরাবাদ, মুম্বই ইত্যাদি।
শিক্ষাগত যোগ্যতা
এই উল্লিখিত পদের জন্য আগ্রহী প্রার্থীকে কোনো কেন্দ্রীয় বা রাজ্যের বা বেসরকারি সংস্থা থেকে অবসর নিয়ে থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
বয়সসীমা
প্রার্থীর বয়স যেন কোনোভাবেই ৬৮ বছরের বেশি না হয়, আর এই বয়স নির্ধারিত হবে আবেদনের শেষ দিন অনুযায়ী।
বেতন
নির্বাচিত প্রার্থীরা মাসে ৮০ হাজার টাকা বেতন পাবেন ফুড কর্পোরেশনের পক্ষ থেকে।
কীভাবে করবেন আবেদন
আগ্রহী এবং উৎসাহী প্রার্থীদের নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করতে হবে, সংশ্লিষ্ট নথি সহ। ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করে সেই আবেদনপত্র এবং সংশ্লিষ্ট নথি জমা করতে হবে ডাকে ফুড কর্পোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজারের ঠিকানায়।
নির্বাচিত প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। তবে কেবলমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই ডাকা হবে বা জানানো হবে। আরও বিশদ তথ্য জানতে নজর রাখতে হবে ফুড কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সংস্থাতেও সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এই সংস্থাতেও এমবিবিএস ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন। ডিউটি মেডিকেল অফিসার হিসেবে ইন্ডিয়ান অয়েলের রিফাইনারি হাসপাতালে হবে চাকরির স্থল।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Recruitment News: ইন্ডিয়ান অয়েলে লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ, কোন পদে ? কী যোগ্যতা লাগবে ?
Education Loan Information:
Calculate Education Loan EMI