Recruitment News: ইন্ডিয়ান অয়েলে লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ, কোন পদে ? কী যোগ্যতা লাগবে ?
Indian Oil Recruitment: দেশের অন্যতম বৃহৎ তেল বিপণনকারী সংস্থা ইন্ডিয়ান অয়েলে এবার নিয়োগ হতে চলেছে। ক্যাজুয়ালটি ডিউটি মেডিকেল অফিসার পদেই করা হবে এই নিয়োগ।
Indian Oil Recruitment: দেশের অন্যতম বৃহৎ তেল বিপণনকারী সংস্থা ইন্ডিয়ান অয়েলে এবার নিয়োগ হতে চলেছে। ক্যাজুয়ালটি ডিউটি মেডিকেল অফিসার পদেই করা হবে এই নিয়োগ। ইন্ডিয়ান অয়েলের রিফাইনারি হাসপাতালে হবে চাকরিস্থল। ইতিমধ্যেই এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। হাতে আর বেশি দিন (Job News) সময় নেই। আগামী ২৬ নভেম্বরের মধ্যেই করতে হবে আবেদন। আগ্রহী প্রার্থীরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের (Indian Oil Recruitment) অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই আবেদন করতে পারবেন এবং আবেদনের বিষয়ে জানতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে চাকরির জন্য প্রার্থীকে অবশ্যই এমবিবিএস ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। যে সমস্ত প্রার্থীর এমডি বা এমএস ডিগ্রি রয়েছে অর্থাৎ ডিপ্লোমা বা পোস্ট গ্র্যাজুয়েশন করা আছে, সেই প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও প্রার্থীর আবশ্যিকভাবে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন থাকতে হবে এবং ইন্টার্নশিপ ছাড়াও ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন কত হবে
নির্বাচিত প্রার্থীরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে নির্দিষ্ট কাঠামো অনুযায়ী বেতন পাবেন –
এমবিবিএস ডিগ্রি থাকলে এবং ইন্টার্নশিপ করা থাকলে বেতন হবে মাসে ১ লাখ ৫ হাজার ২০০ টাকা।
ডিপ্লোমা সহ এমবিবিএস ডিগ্রি থাকলে মাসিক বেতন হবে ১ লাখ ১৪ হাজার ১০০ টাকা
এমডি বা এমএস করা থাকলে বেতন হবে মাসে ১ লাখ ২২ হাজার ৯০০ টাকা
নির্বাচনের পদ্ধতি
এই সংস্থায় এই পদে নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে করা হবে প্রার্থী নিয়োগ। আগামী ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই ইন্টারভিউ চলবে। ইন্ডিয়ান অয়েলের গুয়াহাটি রিফাইনারি হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজারের ঘরে হবে এই ইন্টারভিউ। আবেদন করতে হবে এই ঠিকানাতেই।
প্রার্থীদের অবশ্যই ইন্টারভিউর জন্য অরিজিনাল এবং একটি করে ফোটোকপি আনতে হবে সমস্ত শিক্ষাগত শংসাপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র এবং দুটি পাসপোর্ট সাইজের ছবি।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কলেজে অধ্যাপনার জন্য SET ১৫ ডিসেম্বর, অ্যাডমিট কার্ডে ভুল থাকলে কী করতে হবে ?
Education Loan Information:
Calculate Education Loan EMI