NEET: ডাক্তারি পড়ার স্বপ্ন পূরণে NEET-এর প্রস্তুতি নিচ্ছেন ? এই বছরই আরও ৮০০০ আসন বাড়তে পারে দেশে, সুখবর শিক্ষার্থীদের
MBBS Admission: বর্তমানে দেশে ১ লক্ষেরও বেশি মেডিকেল আসন রয়েছে। এমবিবিএস কোর্সে মোট ১ লক্ষ ১৮ হাজার ৯৮টি আসন রয়েছে যার মধ্যে ৫৯ হাজার ৭৮২টি রয়েছে সরকারি কলেজ এবং ৫৮ হাজার ৩১৬টি রয়েছে বেসরকারি কলেজ।

দেশের হাজার হাজার নিট উৎসাহীদের জন্য বড় খবর। জাতীয় চিকিৎসা কমিশন ২০২৫ সালে এমবিবিএস ও পিজি কোর্সে (NEET UG PG 2025) ভর্তির জন্য প্রায় ৮ হাজার নতুন আসন যুক্ত (MBBS Seat) হওয়ার পূর্বাভাস দিয়েছে। সংবাদসূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের চেয়ারপার্সন ডা. অভিজিৎ শেঠ জানিয়েছেন যে মেডিকেল কলেজগুলির পরিদর্শনের কাজ চলছে জোরকদমে এবং শীঘ্রই এই অতিরিক্ত আসনগুলি উপলব্ধ করা হবে।
কবে হবে কাউন্সেলিং
ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের মতে ইউজি ও পিজিতে প্রায় ৮ হাজার আসন বাড়ানো যেতে পারে। নিট ইউজি ২০২৫-এর কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে। এবং এই কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ড সম্পন্ন হয়েছে। আগামী ২৫ অগাস্ট থেকে দ্বিতীয় রাউন্ড শুরু হওয়ার কথা রয়েছে। মেডিকেল কলেজগুলির পরিদর্শন চলমান থাকায় সেপ্টেম্বর থেকে পিজি কাউন্সেলিং শুরু হতে পারে। তাই যদি আপনি কাউন্সেলিংয়ের জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে প্রস্তুত থাকুন কারণ আসন বৃদ্ধির ফলে নির্বাচনের সম্ভাবনাও বৃদ্ধি পাবে।
ভারতে বর্তমানে কত আসন রয়েছে
বর্তমানে দেশে ১ লক্ষেরও বেশি মেডিকেল আসন রয়েছে। এমবিবিএস কোর্সে মোট ১ লক্ষ ১৮ হাজার ৯৮টি আসন রয়েছে যার মধ্যে ৫৯ হাজার ৭৮২টি রয়েছে সরকারি কলেজ এবং ৫৮ হাজার ৩১৬টি রয়েছে বেসরকারি কলেজ। পিজিতে মোট ৫৩ হাজার ৯৬০টি আসন রয়েছে যার মধ্যে ৩০ হাজার ২৯টি রয়েছে সরকারি কলেজ এবং ২৩ হাজার ৯৩১ টি রয়েছে বেসরকারি কলেজ। এই বছর সিবিআই তদন্তের কারণে কিছু ইউজি আসন কমে গিয়েছে। তবে এনএমসি বলেছে যে পরিদর্শন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে আসন সংখ্যা ৮ হাজার বা তাঁর বেশি হতে পারে।
চিকিৎসা ব্যবস্থায় বদল
নতুন আসন যোগ করা হবে বলে জানানো হয়েছে। গুণমানের উপরে জোর দেওয়া হবে। গত কয়েক বছরে মেডিকেল কলেজের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সাল থেকে কলেজের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। তবে কেবল সংখ্যা বাড়ানোই যথেষ্ট নয়, শিক্ষার মানও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই কারণে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল এখন কলেজগুলির পরিকাঠামো, অনুষদ এবং ক্লিনিক্যাল সুবিধেগুলি পরিদর্শন ও পর্যালোচনা করছে।
এর আগে সিবিআই স্বাস্থ্য মন্ত্রণালয় এনএমসি কর্মকর্তা ও কিছু বেসরকারি মেডিকেল কলেজের বিরুদ্ধে দুর্নীতি ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করে। এর ফলে নতুন কোর্স শুরু ও আসন বৃদ্ধির প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















