HS Physics Last Minute Suggestion : উচ্চমাধ্যমিকে ফিজিক্স নিয়ে ভয়? বাছাই করা এই প্রশ্নগুলি অনুশীলন করে যান
Higher Secondary Exam 2022 : প্রস্তুতির সময় কী কী মনে রাখতে হবে জেনে নিন। বিস্তারিত জানাচ্ছেন, সোমনাথ গুপ্ত (Assistant Teacher), হাতগোবিন্দপুর এম সি হাই স্কুল, পূর্ব বর্ধমান।
পদার্থবিদ্যা পরীক্ষায় ভাল ফল করার কিছু উপায়ঃ
পদার্থবিদ্যা অর্থাৎ Physics নিয়ে অনেককেই চিন্তায় থাকে । কিন্তু কতগুলি উপায় অবলম্বন করলে সহজেই উতরানো যায় । শুধু পড়াশোনা নয়, মাথায় রাখতে হবে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার বিষয়টিও। বিস্তারিত জানাচ্ছেন, সোমনাথ গুপ্ত (Assistant Teacher), হাতগোবিন্দপুর এম সি হাই স্কুল, পূর্ব বর্ধমান।
প্রস্তুতির সময় কী কী মনে রাখতে হবে
- Reduced সিলেবাসকে পুরোপুরি জানা।
- বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের ধাঁচ ফলো করতে হবে।
- যেগুলি বেশি কঠিন মনে হবে সেগুলি বারবার অনুশীলন করতে হবে।
- ঘড়ি দেখে ৭০ নম্বরের পরীক্ষা ২ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে।
- এবার Unit অনুযায়ী যে যে বিষয়গুলি গুরুত্ব দিতে হবে, সেগুলি Suggested Unit গুলিতে তুলে ধরার চেষ্টা করতে হবে ।
- Unit এর Objective question গুলি শুধুমাত্র উত্তর করলেই চলবে না। অর্থাৎ key answer জানারপাশাপাশি distractor গুলি কোন Question এর Answer হতে পারে সেগুলো যথাযথ জানতে হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি কোনও প্রশ্ন এমন হয় যে , Transistor এর সর্বাপেক্ষা কম বেধযুক্ত অংশটি হল- 1)ভূমি (Base), 2) সংগ্রাহক(Collector),3) নিঃসারক(Emitter),4) কোনওটাই নয়।
- এক্ষেত্রে‘Key’ Answer হল ভূমি (Base), এটা জানার সঙ্গে সঙ্গে বাকি Optionগুলি সম্পর্কেও প্রয়োজনীয় পড়াশোনা থাকতে হবে।
- হাতের লেখা যথাযথ পরিষ্কার ও ফাঁকফাঁক করে লিখতে হবে।
- কোনও উত্তর লিখে ভুল লিখেছ মনে করলে পুরো উত্তরটি না কেটে পুনরায় সঠিকভাবে Answerদিলে ভাল হয়। এক্ষেত্রে পূর্বের উত্তর ঠিকহলে অনেক সময় সেই নম্বরটি গ্রাহ্য হয়।
- অপেক্ষাকৃত সহজ Question-Answer প্রথমেই করা ভাল।
- Question গুলির দাগ নাম্বার যেন মার্জিনের মধ্যে থাকে।
- Numerical Problem-এর ক্ষেত্রে যেকোনও একটিপদ্ধতিতে (C.G.S. or S.I.)করতেহবে, প্রদত্ত Data দুই পদ্ধতিতে দেওয়া থাকলে একই পদ্ধতিতে Convert করে করতে হবে। উদাহরণস্বরূপ, কোন Problem এরদুটি Data যথাক্রমে dyne এবং meter থাকলে, হয় dyneকে Newton(S.I.) এ বা meterকে c.m.এ convertকরতে হবে।
- সংজ্ঞাসূত্র প্রকল্পগুলি পুরোপুরি বইয়ের ভাষায় মুখস্থ করে লিখলে ভাল।
- কোনও Question-এ সাময়িক বাধা পেলে সেটিকে যতটা করা হয়েছে সেই পর্যন্ত রেখে পরবর্তী Questionগুলো Attempt করে পুনরায় শেষের দিকে শান্তভাবে শেষ করার চেষ্টা করতে হবে । খেয়াল রাখতে হবে, কোনও Question-এর তুলনায় সময় যেন খুব অতিরিক্ত না লাগে।
- কিছু কিছু স্টেপ যেগুলি হলে Calculation করে বের করতে সময় লেগে যায় সেগুলি একটু মুখস্থ করে রাখলে ভাল হয়। যেমন,[1ev = (1.6×〖10〗^(-12)) erg]
- Light-এর প্রশ্নের ক্ষেত্রে চিহ্নের (- or +) এবং ভেক্টরের দিকে ব্যাপারগুলি সতর্কতার সহিত মাথায় রাখতে হবে।
Marks: 1
1. সর্বাপেক্ষা কম তড়িৎ পরিমাণ কত?
2. 4c.m.ব্যাসযুক্ত একটি গোলীয় পরিবাহীতে 10 e.s.u.আধানদেওয়াহল। ওর তলমাত্রিক ঘনত্ব কত হবে?
3. তড়িৎ দ্বিমেরু অংকের উপর অবস্থিত বিন্দুর মধ্যে ক্ষেত্র প্রাবল্য E হবে =
a) E∝1/r2,b) E∝r^2,c)E∝1/r^3 ,d)E∝r^3
4. 1 emu= ___ esu আধান
5. একটি ‘V’বিভব যুক্ত তলকে তড়িৎ বলরেখা কত কোণে ছেদ করবে?
6. 1F= ___ stat F
7. C ধারকত্ব ও V বিভবযুক্ত পরিবাহীর স্থিতিশক্তি কত?
8. ধারকত্ব কি ধরনের রাশি?
9.V=4x2 volt হলে (1m,0,2m) বিন্দুতেক্ষেত্র প্রাবাল্য কত?
10. যদি স্থির তড়িৎবিজ্ঞানের ক্ষেত্রে (q_1 q_2>০) হয়, তবে আধান দুটির মধ্যে কি ধরনের বল ক্রিয়া করবে?
Marks: 2
1. পরিবাহীশলাকার “তীক্ষ্ণাগ্রেরক্রিয়া”র ব্যাখ্যা সহ বজ্রবহের কার্যপ্রণালী নির্ণয় কর।
2. 1Q আধানযুক্ত পরিবাহীর মধ্যে কতসংখ্যক প্রাথমিক আধান বর্তমান?
3. তড়িৎ দ্বিমেরু উপর ক্রিয়ার তট রাশিমালা নির্ণয় কর।
4.বিচ্ছিন্ন ও যুগ্ম আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলির চিত্র অঙ্কন কর।
5. প্রমাণ করো যে ধারকের স্থিতিশক্তি = 1/2 cv2
6. 1μ,2μF এবং 3μ ধারকত্বের তিনটি ধারককে শ্রেণীসমবায়ে যুক্ত করে সমবায়টিতে1100 volt বিভব পার্থক্যপ্রয়োগ করা হলো। প্রত্যেক ধারকের আধান ও বিভব পার্থক্য নির্ণয় করো।
Marks: 3
1. একটি গোলক Aকে আর একটি বৃহত্তর ব্যাসার্ধের সংলগ্ন গোলক B দ্বারা সম্পূর্ণ আবৃত করলে প্রমাণ কর যে A গোলকের ধারকত্ব n গুন বৃদ্ধি পায়। যদি B গোলক এবং A গোলোকের ব্যাসার্ধের অনুপাত হয় n/((n-1) )
2. বিভিন্ন বিভবযুক্ত দুই পরিবাহীর ভিতরের আধান বন্টনের রাশি মালা নির্ণয় করো।
3. গ্রসের উপপাদ্যটি বিবৃত করো সুদীর্ঘ ঋজু তারের সন্নিকটস্থ কোন বিন্দুতে তড়িৎপ্রাবল্য নির্ণয় কর।
4. তড়িৎ দ্বিমেরু কাকে বলে? এর অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় কর।
5. 10 cm বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারটিকোণের প্রত্যেকটিতে 20c ধনাত্মক আধান আছে। বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য ও তড়িৎ বিভব নির্ণয় কর।
6. আবেশের সাহায্যে একটি ধাতববস্তুকে কিভাবে ধনাত্মক আধানে আহিত করবে তা ব্যাখ্যা কর।
Unit- 2
Current Electricity
Marks:1
1. একটি গৌণকোষ এরসামর্থ্য 30amp-hr এই উক্তির অর্থকি?
2. Drift velocity এর রাশি মালাটি হল a) Vd=Iη/(α.e) b) Vd=Iα/ηe c) Vd= Ie/ηα d)Vd=I/(η.α.e)
3. মুক্ত e-এর অনুপ্রবাহের বেগ কত? n = 8.4×1022 cm3, j=480 A/cm2
5.একটি তার কেটে লম্বা করলে এর আপেক্ষিক রোধ বাড়বে/কমবে/একইথাকবে?
6. কোন পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ কমে?
7. S.I. পদ্ধতিতে সচলতার একক কী?
8.A ও B-এর মধ্যে রোধ কত হবে?
Unit- 2
Current Electricity
Marks:1
1. একটি গৌণকোষ এরসামর্থ্য 30amp-hr এই উক্তির অর্থকি?
2. Drift velocity এর রাশি মালাটি হল a) Vd=Iη/(α.e) b) Vd=Iα/ηe c) Vd= Ie/ηα d)Vd=I/(η.α.e)
3. মুক্ত e-এর অনুপ্রবাহের বেগ কত? n = 8.4×1022 cm3, j=480 A/cm2
4..A ও Bএর তূল্য রোধ কত?
5.একটি তার কেটে লম্বা করলে এর আপেক্ষিক রোধ বাড়বে/কমবে/একইথাকবে?
6. কোন পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ কমে?
7. S.I. পদ্ধতিতে সচলতার একক কী?
8.A ও B-এর মধ্যে রোধ কত হবে?
9. --এক্ষেত্রে কোনটি ঠিক : T1> T2, T1< T2, T1= T2, T1=2T2
10. কোন উষ্ণতায় ধাতব পরিবাহীর রোধ প্রায় শূন্য হয়ে যায়?
Marks: 2
1. প্রাথমিক ও গৌণ কোণ এর মধ্যে পার্থক্য লেখ।
2. 24 cm. দৈর্ঘ্য,0.003 cm ব্যাসএবং 162 Ωমোট বোধের একটি তারের রোধঙ্ক নির্ণয় কর।
3. একটি Super Conductor-এর নাম লেখ। (উষ্ণতাসহ)
4.বিভব বিভাজক (Potential Divider) কাকে বলে?
5.কি র্সফ এর সূত্র দুটি বিবৃত কর।
( বাকি পরবর্তী পর্বে )
Education Loan Information:
Calculate Education Loan EMI