IAS Puja Khedkar: জাল নথি দিয়ে চাকরি, ক্ষমতার অপব্যবহার ! প্রমাণিত হলে যেতে পারে চাকরি ? কে এই IAS পূজা ?
Puja Khedkar Controversy: জাল নথি দিয়ে চাকরি, শিক্ষানবিশ পদে থাকার সময়েই সরকারি সুবিধা ও ক্ষমতার অপব্যবহার সহ আরও অনেক অভিযোগ IAS পূজা খেড়কারের বিরুদ্ধে। কে এই পূজা ?
মহারাষ্ট্র: মহারাষ্ট্র ক্যাডারের IAS অফিসার পূজা খেড়কার এখন বিতর্কের মুখে। তাঁর বিরুদ্ধে অজস্র অভিযোগ। জাল নথি দিয়ে চাকরি, শিক্ষানবিশ পদে থাকার সময়েই সরকারি সুবিধা ও ক্ষমতার অপব্যবহার সহ আরও অনেক অভিযোগ (IAS Puja Khedkar) জমা পড়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি এই সমস্ত ঘটনায় পূজা খেড়কারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। জানা গিয়েছে, এই তদন্তে পূজা (Puja Khedkar) দোষী সাব্যস্ত হলে কাজ থেকে বরখাস্ত হবেন। শুক্রবার এমনই জানা যায় পূজা খেড়কার সম্পর্কে। কে এই পূজা খেড়কার ? কীভাবে বিতর্কের কেন্দ্রে উঠে আসে তাঁর নাম ?
সূত্রের মাধ্যমে জানা গিয়েছে সিভিল সার্ভিসের পরীক্ষা অর্থাৎ ইউপিএসসিতে বসার জন্য এবং তারপর ইন্টারভিউ দিয়ে চাকরি সুনিশ্চিত করার জন্য যে যে নথি (IAS Puja Khedkar) তিনি জমা দিয়েছেন, সেই সমস্ত নথিপত্র এবার তদন্ত কমিটি পুনর্বিবেচনা ও পরীক্ষা করে দেখবে। বৃহস্পতিবার কেন্দ্র দ্বারা একটি একক সদস্যের কমিটি গঠিত হয় এই মর্মে। এই পরীক্ষায় দোষী সাব্যস্ত হলে বরখাস্ত হবেন শিক্ষানবিশ IAS পূজা খেড়কার।
নির্বাচন নিশ্চিত করার জন্য কোনও ভুল তথ্য তিনি যদি উপস্থাপন করে থাকেন, তাহলে তাঁর ফৌজদারি শাস্তিও হতে পারে। ২০২৩ সালের ইউপিএসসি ব্যাচে ছিলেন পূজা খেড়কার (IAS Puja Khedkar)। এখন তিনি পরীক্ষাধীন থাকায় তাঁকে হোম টাউন মহারাষ্ট্রে স্থানান্তরিত করা হয়েছে। ৩৪ বছর বয়সী এই আইএএস অফিসার ইউপিএসসি পরীক্ষায় সুযোগ পাওয়ার জন্য প্রতিবন্ধী এবং অন্যান্য প্রান্তিক সংরক্ষণ কোটার অপব্যবহার করেছেন বলেই অভিযোগের নিশানায়।
কর্মী ও প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত সচিব মনোজ কুমার দ্বিবেদীর মাধ্যমে গঠিত এক সদস্যের এই তদন্ত কমিটিকে আগামী ২ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার পুনে থেকে স্থানান্তরিত হওয়ার পর ওয়াশিম জেলার কালেক্টরেটের কালেক্টর (IAS Puja Khedkar) হিসেবে কাজ শুরু করেছেন পূজা খেড়কার। তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি তাঁর চারপাশের সকলকে অযথা উত্যক্ত করেন এবং তাঁর ব্যক্তিগত অডি গাড়িতেও লাল বাতির হুটার লাগিয়ে রেখেছেন। এছাড়াও পূজা খেড়কারের বিরুদ্ধে অধস্তন কর্মীদের উপর আগ্রাসী আচরণ, অতিরিক্ত কালেক্টর অজয় মোরের আগের চেম্বার বলপূর্বক দখলের অভিযোগও রয়েছে। IAS হওয়ার জন্য প্রতিবন্ধী ও ওবিসি কোটার ভরপুর অপব্যবহার করে নিজের জায়গা নিশ্চিত করেছেন তিনি, এমনটাই অভিযোগ উঠেছে পূজার বিরুদ্ধে।
Education Loan Information:
Calculate Education Loan EMI