ICSE ISC Result 2024 : প্রকাশিত আইসিএসই, আইএসসি-র ফল, জানুন বিস্তারিত
ফল জানতে লগ ইন করুন - CISCE-এর অফিসিয়াল ওয়েবসাইট cisce.org-এ
নয়া দিল্লি : আজ আইসিএসই, আইএসসি-র রেজাল্ট। সকাল ১১টায় ফলপ্রকাশ হল। ISC দ্বাদশে পাসের হার ৯৮.১৯%। ICSE দশমে পাশের হার ৯৯.৪৭%.। পাশের হারে ছেলেদের ছাপিয়ে গেল মেয়েরা। আইসিএসই দশমে (Pass Percentage of girls in class 10th) , মেয়েদের পাশের হার ৯৯.৬৫%। ISC দ্বাদশে মেয়েদের পাশের হার ( Pass Percentage of girls in class 12th ) ৯৮.৯২%। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসেছিল ৪২ হাজার ৩৭২ জন পড়ুয়া। দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসেছিল ২৭ হাজার ৬২১ জন। আইএসসি-তে এই রাজ্যে পাসের হার ৯৭.৮০ শতাংশ। আইসিএসই-তে রাজ্যে পাসের হার ৯৯.২২ শতাংশ। CISCE বোর্ড শিক্ষার্থীদের মধ্যে 'অস্বাস্থ্যকর প্রতিযোগিতা' এড়াতে দশম বা দ্বাদশের শীর্ষস্থানীয়দের নাম ঘোষণা করেনি ৷ ১০ তারিখ পর্যন্ত পরীক্ষার্থীরা ফলাফল পুনর্মূল্যায়নের জন্য় আবেদন করা যাবে।
ISC-তে রাজ্য়ে সম্ভাব্য় শীর্ষস্থানে ঠাকুরপুকুরের রীতিশা বাগচী। জোকা বিবেকানন্দ মিশনের কলা বিভাগের ছাত্রী রীতিশার বেস্ট অফ ফোরে, প্রাপ্ত নম্বর ৩৯৯। ICSE-তে রাজ্য়ে সম্ভাব্য় প্রথম, লা মার্টিনিয়র ফর বয়েজের হর্ষিত আগরওয়াল।
ওয়েবসাইটে জানা যাচ্ছে রেজাল্ট। ১০ মে পর্যন্ত পুনর্মূল্যায়নের আবেদন। CISCE আজ ঘোষণা করল দশম ও দ্বাদশের ফল। সকাল ১১ টায় ফলাফল প্রকাশিত হল। শিক্ষার্থীরা তাদের ফলাফল CISCE-এর অফিসিয়াল ওয়েবসাইট cisce.org থেকে ডাউনলোড করতে পারবে। ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত পরীক্ষা হয়েছিল এই বছর। অন্যদিকে ISC দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয় ১২ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত।
২০২৩ সালে, দশম শ্রেণীতে পাসের হার ছিল ৯৮.৯৪ শতাংশ। দ্বাদশে পাশের হার ৯৬.৯৩ শতাংশ। দশম এবং দ্বাদশ শ্রেণী উভয় পরীক্ষাতেই মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে ছিল।
ফল জানতে লগ ইন করুন -
ধাপ ১ : CISCE-এর অফিসিয়াল ওয়েবসাইট cisce.org-এ লগ ইন করুন
ধাপ ২: হোমপেজে যান। রেজাল্ট পেজে ('Result Page' ) যান। ICSE বা ISC বোর্ড পরীক্ষার ফলাফল 2024-এ ক্লিক করুন।
ধাপ ৩: ICSE/ISC - যা জানতে চান, তা সিলেক্ট করুন।
ধাপ ৪: login credentials (Index number and Unique ID) গুলি টাইপ করুন।
ধাপ ৫: এরপরই ICSE ক্লাস 10th অথবা ISC ক্লাস ১২ এর ফলাফল দেখতে পাবেন।
ধাপ ৬: ফলাফল ডাউনলোড করুন।
Education Loan Information:
Calculate Education Loan EMI