Jobs And Recruitments: আইডিবিআই ব্যাঙ্কের চাকরির সুযোগ, কোন কোন পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ?
IDBI Bank Recruitment 2023: ২১০০ শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানিয়েছে আইডিবিআই কর্তৃপক্ষ। গত ২২ নভেম্বর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চালু থাকবে ৬ ডিসেম্বর পর্যন্ত।
Jobs And Recruitments: আইডিবিআই ব্যাঙ্কে (IDBI Bank) রয়েছে চাকরির সুযোগ। নিয়োগ করা হবে জুনিয়র অ্যাসিসট্যান্ট ম্যানেজার এবং এক্সিকিউটিভ পদে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আইডিবিআই ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে পারবেন। ২১০০ শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানিয়েছে আইডিবিআই কর্তৃপক্ষ। গত ২২ নভেম্বর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চালু থাকবে ৬ ডিসেম্বর পর্যন্ত।
আইডিবিআই ব্যাঙ্কে ২১০০ শূন্যপদে নিয়োগের জন্য যেসব পরীক্ষা হবে তার দিনক্ষণ
- জুনিয়র অ্যাসিট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের অনলাইন পরীক্ষা হবে ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে।
- এক্সিকিউটিভদের জন্য অনলাইন পরীক্ষা হবে ৩০ ডিসেম্বর, ২০২৩ তারিখে।
কোথায় কত শূন্যপদ রয়েছে, একনজরে দেখে নিন
- জুনিয়র অ্যাসিসট্যনাট ম্যানেজার গ্রেড ‘O’ - ৮০০ শূন্যপদ
- এক্সিকিউটিভস- সেলস অ্যান্ড অপারেশন- ১৩০০ শূন্যপদ
আবেদনকারীদের যোগ্যতা কেমন হওয়া প্রয়োজন
- Junior Assistant Manager (JAM), Grade ‘O’: এই পদে নিয়োগের জন্য আবেদনকারীদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং সেখানে নূন্যতম ৬০ শতাংশ পেতে হবে। এই নম্বর জেনারেল এবং ওবিসি ক্যাটেগরির আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যদিকে সংরক্ষিত শ্রেণি অর্থাৎ তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে নূন্যতম ৫৫ শতাংশ নম্বর পেতে হবে ব্যাচেলর ডিগ্রিতে। এই ডিগ্রি পেতে হবে কোনও স্বীকৃতিপ্রাপ্ত কিংবা সরকারের অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে। আর ওই প্রতিষ্ঠানে সরকারি সংগঠন যেমন- AICTE, UGC- এঁদের অনুমোদন থাকা প্রয়োজন।
- Executives - Sales and Operations (ESO): একজন স্নাতক উত্তীর্ণ ব্যক্তি এই পদের জন্য আবেদন করতে পারবেন। একটি স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে। যেকোনও স্ট্রিমে স্নাতক উত্তীর্ণ হলেই চলভে। তবে যে বিশ্ববিদ্যালয় থেকে আবেদনকারী ডিগ্রি নিচ্ছেন সেটি সরকার বা সরকারি সংগঠন AICTE, UGC- এঁদের অনুমোদনপ্রাপ্ত হতে হবে।
- ২০ থেকে ২৫ বছর বয়সীরা আবেদন জানাতে পারবেন।
যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে
জুনিয়র অ্যাসিসট্যান্ট ম্যানেজার (JAM), Grade ‘O’ পদের ক্ষেত্রে অনলাইন পরীক্ষা, ডকুমেন্ট বা নথির ভেরিফিকেশন, পার্সোনাল ইন্টারভিউ এবং প্রি রুক্রুটমেট মেডিক্যাল টেস্টের মাধ্যমে। অন্যদিকে এক্সিকিউটিভ- সেলস এবং অপারেশনস (ESO) পদে নিয়োগের জন্য অনলাইন টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন এবং প্রি রিক্রুটমেন্ট মেডিক্যাল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
অ্যাপ্লিকেশন ফি
তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে ২০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। বাকিদের জন্য অ্যাপ্লিকেশন ফি ১০০০ টাকা। ডেবিট কার্ড (RuPay/Visa/MasterCard/Maestro), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্ক, আইএমপিএস, ক্যাশ কার্ড/মোবাইল ওয়ালেটের মাধ্যমে এই টাকা পেমেন্ট করা যাবে।
আরও পড়ুন- ভারতীয় রেলে চাকরির সুযোগ, কত শূন্যপদ রয়েছে? কোন পদে নিয়োগ হবে?
Education Loan Information:
Calculate Education Loan EMI