India Post GDS Result 2024: গ্রামীণ ডাকসেবকের আবেদন করেছিলেন ? সার্কল অনুযায়ী প্রকাশ্যে ফলাফল- কীভাবে দেখবেন ?
GDS Result 2024: বিভিন্ন সার্কল ধরে আলাদা আলাদাভাবে যেমন এই গ্রামীণ ডাকসেবকের আবেদন প্রক্রিয়া চলেছিল। একইভাবে গ্রামীণ ডাকসেবকের সার্কল ধরেই ফলাফল প্রকাশ পেয়েছে।
GDS Recruitment: ভারতীয় ডাকবিভাগের পক্ষ থেকে আজ ২০ অগাস্ট গ্রামীণ ডাকসেবকের আবেদনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের সার্কল অনুযায়ী ফলাফল প্রকাশ করেছে। যে সমস্ত প্রার্থীরা গ্রামীণ ডাকসেবকের পদের জন্য আবেদন করেছিলেন, তারা এই মেধাতালিকা (India Post GDS Results) থেকে নিজেদের ফলাফল দেখে নিতে পারবেন। ভারতীয় ডাকবিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সহজেই এই ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। মূলত দুটি ওয়েবসাইট (GDS Results 2024) থেকেই এই ফলাফল দেখা যাবে- indiapostgdsonline.gov.in এবং indiapostonline.cept.gov.in।
এই সার্কলের ফলাফল প্রকাশ্যে এসেছে
বিভিন্ন সার্কল ধরে আলাদা আলাদাভাবে যেমন এই গ্রামীণ ডাকসেবকের আবেদন প্রক্রিয়া চলেছিল। একইভাবে গ্রামীণ ডাকসেবকের সার্কল ধরেই ফলাফল প্রকাশ পেয়েছে। অন্ধ্রপ্রদেশ, অসম, দিল্লি, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, পঞ্জাব, কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাত ইত্যাদি সার্কলের ফলাফল প্রকাশ্যে এসেছে। এটা প্রথম মেধাতালিকা। এরপর আরও মেধাতালিকা প্রকাশ পাবে। তবে এটি সম্পূর্ণ নির্ভর করছে যে পদ শূন্য থাকবে কিনা তাঁর উপর। পরীক্ষার্থীদের এই ওয়েবসাইট সময়ে সময়ে দেখে নিতে হবে আপডেটের জন্য।
কোনও পরীক্ষা ছাড়াই হবে নির্বাচন
অনেকদিন আগেই ভারতীয় ডাকবিভাগ মোট ৪৪ হাজার পদের জন্য গ্রামীণ ডাকসেবক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এই পদের নিয়োগের ক্ষেত্রে কোনও পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ। শুধুমাত্র দশম শ্রেণির ফলাফলের উপর ভিত্তি করেই হবে এই নিয়োগ।
নির্বাচনের পরের ধাপ শুরু হবে
যে সমস্ত প্রার্থীদের নাম উঠেছে মেধাতালিকায়, এবার তাদের নথি যাচাই ও মেডিকেল পরীক্ষা করা হবে। সমস্ত ধাপে উত্তীর্ণ হলেই প্রার্থীকে নির্বাচিত ধরে নেওয়া হবে। প্রার্থীদের ভারতীয় ডাকবিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই নিজেদের ফলাফল দেখে নিতে হবে।
কীভাবে ফলাফল দেখবেন
ফলাফল বা প্রথম মেধাতালিকা দেখার জন্য আপনাকে প্রথমেই ভারতীয় ডাকবিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
যে সার্কলের ফলাফল দেখতে চান, সেখানে ক্লিক করতে হবে।
একটা নতুন পেজ খুলে যাবে যেখানে আপনাকে নিজের লগ ইন তথ্য বসাতে হবে।
তারপর সাবমিট বাটনে চাপ দিলেই একটা নতুন উইন্ডোতে আপনার ফলাফল দেখা যাবে।
এখানে ফলাফল দেখার পর এর একটা প্রিন্টা আউট নিয়ে রাখতে হবে পরের জন্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Success Story: ৬০০০ টাকা থেকে শুরু, আজ ইউটিউবে পড়িয়েই কোটি টাকা আয়- কীভাবে সফল হিমাংশি ?
Education Loan Information:
Calculate Education Loan EMI