India Post GDS registration 2025: ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক নিয়োগ, শূন্যপদ কত? কবে পর্যন্ত আবেদন করা যাবে?
Job News: দশম শ্রেণি উত্তীর্ণ হলেই ভারতীয় ডাক বিভাগের এই চাকরি করা যাবে। আবেদনকারীদের কাছে দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট থাকতে হবে। পাশ মার্কস থাকতে হবে অঙ্ক এবং ইংরেজি- এই দুই বিষয়ে।
India Post GDS registration 2025: ভারতীয় ডাক বিভাগ গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করতে চলেছে। আগামীকাল অর্থাৎ ৩ মার্চ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবে। অর্থাৎ যাঁরা এখনও আবেদন জানাননি, হাতে আর বেশি সময় নেই। ভারতীয় ডাক বিভাগে পোস্ট মাস্টার (বিপিএম) / অ্যাসিসট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার (এবিপিএম) / ডাক সেবক - এইসব শূন্যপদে লোক নিযুক্ত হতে চলেছে। indiapostgdsonline.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। তাই যাঁরা আবেদন জানাতে আগ্রহী এবং যোগ্য, তাঁরা আর দেরি করবেন না। কারণ রাত পোহালেই বন্ধ হতে চলেছে আবেদন প্রক্রিয়া।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া প্রয়োজন এবং বয়স কত হতে হবে
দশম শ্রেণি উত্তীর্ণ হলেই ভারতীয় ডাক বিভাগের এই চাকরি করা যাবে। আবেদনকারীদের কাছে দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট থাকতে হবে। পাশ মার্কস থাকতে হবে অঙ্ক এবং ইংরেজি- এই দুই বিষয়ে। ভারত সরকার, রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের যেকোনও একটি অনুমোদিত বোর্ড অফ স্কুল এডুকেশন দ্বারা স্বীকৃত হতে হবে সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাশ করার সার্টিফিকেট।
আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে, দেখে নিন
মহিলা, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম, রূপান্তরকামী আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। অন্যান্য আবেদনকারীদের ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। অনলাইনে এই টাকা জমা দেওয়া যাবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই পেমেন্ট- এইসব মাধ্যমের সাহায্যে অনলাইনে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার জন্য মেরিট লিস্ট তৈরি করা হবে। এই মেধা তালিকা তৈরি হবে আবেদনকারীরা দশম শ্রেণির পরীক্ষায় কত নম্বর পেয়েছেন তার ভিত্তিতে। শতাংশের ভিত্তিতে নম্বর বেছে নেওয়া হবে।
গত ১০ ফেব্রুয়ারি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল। তা শেষ হচ্ছে ৩ মার্চ, আগামীকাল। কারেকশন উইন্ডো খোলা থাকবে ৬ থেকে ৮ মার্চ পর্যন্ত। ২১,৪১৩টি শূন্যপদে নিয়োগ করা হবে এই চাকরির মাধ্যমে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















