IPS Success Story: ক্রিকেটার থেকে সোজা IPS ! অবিশ্বাস্য স্বপ্নপূরণ
IAS Karthik Madhira: কবারে সাফল্য আসেনি, হাল ছাড়েননি কার্তিক। লক্ষ্যে অবিচল থেকে লড়ে গিয়েছেন স্বপ্নের জন্য। কেমন ছিল তাঁর সংগ্রাম? ক্রিকেটের দুনিয়া থেকে কেনই বা আইপিএস হয়ে ওঠা কার্তিকের?
![IPS Success Story: ক্রিকেটার থেকে সোজা IPS ! অবিশ্বাস্য স্বপ্নপূরণ IPS Success Story Karthik Madhira journey from cricketer to IPS IPS Success Story: ক্রিকেটার থেকে সোজা IPS ! অবিশ্বাস্য স্বপ্নপূরণ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/30/23f3bccd788c7d85d9f9ae685f068a3e1703934069755900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Karthik Madhira: খেলতে খেলতে IPS। এমনটাও বলা চলে। হায়দ্রাবাদের প্রাক্তন ক্রিকেটার এই পরিচয় থেকে ঠিক কীভাবে আইপিএস হয়ে উঠতে পারেন কেউ ? সাধারণভাবে উত্তর দেওয়া না গেলেও অসম্ভবকে সম্ভব করেছেন একজন। কার্তিক মধিরা। UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দৃষ্টান্ত গড়েছেন। আইপিএস হওয়ার স্বপ্ন তাঁকে তাড়া করে বেড়াত। একবারে সাফল্য আসেনি, হাল ছাড়েননি কার্তিক। লক্ষ্যে অবিচল থেকে লড়ে গিয়েছেন স্বপ্নের জন্য। কেমন ছিল তাঁর সংগ্রাম ? ক্রিকেটের দুনিয়া থেকে কেনই বা আইপিএস হয়ে ওঠা কার্তিকের?
ক্রিকেটার থেকে আইপিএস
হায়দ্রাবাদে বড় হয়ে উঠেছেন কার্তিক। অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৭ লেভেলে ক্রিকেট খেলতেন তিনি। তাছাড়া অনূর্ধ্ব ১৯ দলেও ক্রিকেট খেলেছেন কার্তিক। খেলা চলছিল জোরকদমে। খেলাকেই কি পেশা করতে চেয়েছিলেন কার্তিক ? না, ইউনিভার্সিটি লেভেলে খেলতে খেলতেই জওহরলাল নেহেরু টেকনোলজিক্যাল ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন তিনি। সূত্রের খবর, যে ব্যক্তিগত কোনও কারণ কিংবা গুরুতর চোট পাওয়ার জন্যেই খেলার দুনিয়া থেকে সরে গিয়েছিলেন কার্তিক। পড়াশোনা শেষ করে ৬ মাসের জন্য একটি চাকরিও করেছিলেন। কিন্তু তাঁর মনে তখন আইপিএস হওয়ার নেশা।
ব্যর্থতা থেকে সাফল্য
তিন তিনবার ইউপিএসসি পরীক্ষায় বসেন কার্তিক মধিরা। কিন্তু তিনবারই ব্যর্থ হন। এমনকী প্রিলিমিনারি পরীক্ষাতেও উত্তীর্ণ হননি তিনি। যদিও তিনি তাঁর প্রস্তুতি চালিয়ে যান। তাঁর অপশনাল বিষয় ছিল সমাজবিজ্ঞান। ইউপিএসসির জন্য আলাদা আলাদা পরীক্ষার প্রস্তুতি না নিয়ে কার্তিক একসঙ্গেই প্রিলিমস এবং মেইনসের প্রস্তুতি নিয়েছিলেন। আর এই স্ট্র্যাটেজিই তাঁকে এগিয়ে নিয়ে যায় সাফল্যের পথে।
২০১৯ সালের ইউপিএসসি পরীক্ষায় চতুর্থবারের প্রচেষ্টায় সফল হন কার্তিক মধিরা। ১০৩তম স্থান অধিকার করে বর্তমানে তিনি মহারাষ্ট্র ক্যাডারে কর্মরত।
সাফল্যের সূত্র
কার্তিক মধিরার এই আশ্চর্য সাফল্য থেকে স্পষ্ট যে ইউপিএসসির মত দেশের কঠিনতম পরীক্ষার ক্ষেত্রে একটি সামগ্রিক মনোভাব নিয়ে পড়াশোনা প্রস্তুতি নিলে তাতে দ্রুত সাফল্য আসে। প্রিলিমস এবং মেইনসের জন্য আলাদা আলাদা করে নয়, বরং সামগ্রিকভাবে এর প্রস্তুতি নিলে অনেকটাই সহজ হয়। তাছাড়া এর পাশাপাশি নিজের ব্যক্তিত্ব গঠনের দিকেও নজর দিয়েছেন কার্তিক মধিরা। নিজেকে ভেঙেচুরে ফের নতুনভাবে গড়ে নজিরবিহীন দৃষ্টান্ত কার্তিকের। ক্রিকেটের জার্সি নয়, এবার তাঁর গায়ে সম্মানীয় উর্দি।
আরও পড়ুন: NEET Success Story: দিনমজুরের মেয়ে, শত কষ্টেও 'নিট'-এ সফল চারুল
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)