Recruitment News: রেলের এই সংস্থায় উচ্চপদে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার টাকা- কীভাবে আবেদন ?
IRCON Recruitment: ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশান ইন্টারন্যাশনাল লিমিটেড সংস্থায় কাজের সুযোগ। ফিনান্স অ্যাসিস্ট্যান্ট পদে একজনকেই কাজে নেওয়া হবে এই সংস্থায়। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
IRCON Recruitment: ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশান ইন্টারন্যাশনাল লিমিটেড (IRCON Jobs) সংস্থায় কাজের সুযোগ। লোক নেওয়া হবে এই সংস্থায়। ফিনান্স অ্যাসিস্ট্যান্ট পদে করতে হবে কাজ। ৩৫ বছরের মধ্যে বয়স হলেই আপনি এই পদের জন্য আবেদন (Recruitment News) করতে পারবেন। মাসিক বেতন অনেকটাই বেশি পাবেন। তবে এটি কোনও স্থায়ী সরকারি চাকরি নয়, চুক্তির ভিত্তিতেই হবে এই নিয়োগ।
শূন্যপদ
ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশান ইন্টারন্যাশনাল লিমিটেড সংস্থায় কাজের সুযোগ। ফিনান্স অ্যাসিস্ট্যান্ট পদে একজনকেই কাজে নেওয়া হবে এই সংস্থায়। এর বেশি শূন্যপদ ঘোষণা করেনি সংস্থা।
বয়সসীমা
ইরকন ইন্টারন্যাশনাল সংস্থায় কাজের জন্য ফিনান্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে আবেদনের (Recruitment News) জন্য প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হলে তবেই তিনি আবেদন করতে পারবেন।
কী যোগ্যতা লাগবে
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে বি-কম, এম-কম, সিএ বা সিএমএ ডিগ্রি অর্জন করে থাকতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতেও এই শিক্ষাগত যোগ্যতার উল্লেখ রয়েছে। অ্যাকাউন্টিং, ফিনান্স, রিটার্ন ফাইল ইত্যাদি কাজে ন্যূনতম ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর। রেলওয়ে বা কোনও পাবলিক সেক্টর আন্ডারটেকিং সংস্থায় কাজ করে থাকলে সেই প্রার্থী অগ্রাধিকার পাবেন।
বেতন কী হবে
এই পদে কাজের জন্য ইরকন সংস্থার পক্ষ থেকে প্রার্থীকে (IRCON Jobs) মাসে ৪৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।
কাজের মেয়াদ
এটি কোনও স্থায়ী চাকরি নয় আগেই বলা হয়েছে। ইরকন সংস্থায় কাজের জন্য নির্বাচিত হলে প্রার্থীকে প্রাথমিকভাবে ১ বছরের জন্য চুক্তিতে নিয়োগ করা হবে প্রার্থীকে। এই মেয়াদ সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত বাড়তে পারে কাজের দক্ষতা এবং সংস্থার প্রয়োজনের ভিত্তিতে।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
এই পদের জন্য ইরকন সংস্থার পক্ষ থেকে প্রার্থী নির্বাচনের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন
এর জন্য আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সুযোগ পাবেন না প্রার্থীরা। বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে আগামী ৮ অগস্টের মধ্যে আবেদনপত্র এবং আপনার সমস্ত নথি পাঠাতে হবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: IBPS Clerk 2024: আইবিপিএস ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? জেনে নিন এই খুঁটিনাটি তথ্যগুলি
Education Loan Information:
Calculate Education Loan EMI