JEE Main Exam 2023: আগামী বছর জয়েন্ট এন্ট্রাস দু'দফায়, কবে হবে পরীক্ষা?
Joint Entrance Examination Main: Joint Entrance Examination (JEE Main)- এর মধ্যে দুটো পেপারে পরীক্ষা হবে।
JEE Main 2023: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) সম্প্রতি Joint Entrance Examination (JEE) Main- এর দিনক্ষণ ঘোষণা করেছে। জানা গিয়েছে, ২০২৩ সাল অর্থাৎ আগামী বছর দুটো সেশনে এই পরীক্ষা হবে। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে জানুয়ারি মাসে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে এপ্রিল মাসে। প্রথম সেশনের জন্য ১৫ ডিসেম্বর থেকে পরীক্ষার্থীরা অনলাইন রেজিস্ট্রেশন শুরু করতে পারবেন। শেষ তারিখ হল ১২ জানুয়ারি, ২০২৩। JEE Main 2023- এর অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in ভালভাবে পর্যবেক্ষণ করলেও খুঁটিনাটি তথ্য পাবেন পরীক্ষার্থীরা।
পরীক্ষা সম্পর্কে কী কী জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি
Joint Entrance Examination (JEE Main)- এর মধ্যে দুটো পেপারে পরীক্ষা হবে। Paper 1 (BE/BTech)- এই পরীক্ষা নেওয়া হবে স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ভাগ যেমন- BE/BTech- এ ভর্তির জন্য। NITs, IIITs এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারের অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠান, বিভিন্ন রাজ্য সরকারের অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই পরীক্ষা নেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে JEE (Advanced)- এর একটি এলিজিবিলিটি টেস্ট। মূলত আইআইটিগুলিতে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হবে। Paper 2- পরীক্ষা নেওয়া হবে দেশের BArch এবং BPlanning কোর্সগুলিতে ভর্তির জন্য।
পরীক্ষার দিনক্ষণ
NTA ঘোষণা করেছে প্রথম সেশনের পরীক্ষা হবে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ২৪ থেকে ৩১ জানুয়ারির মধ্যে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে ৬ থেকে ১২ এপ্রিলের মধ্যে। JEE (Main) 2023- এর প্রথম সেশনের ক্ষেত্রে কেবল সেশন ১ দেখা যাবে এবং পরীক্ষার্থীরা সেখানে পরীক্ষা দিতে পারবেন। একই জিনিস হবে দ্বিতীয় সেশনেও। ইনফরমেশন বুলেটিনে প্রাপ্ত তথ্য অনুসারে সেশন ২- এর অ্যাপ্লিকেশন উইন্ডো পুনরায় খোলা হবে। একটি নোটিসের মাধ্যমে তার নোটিফিকেশনও দেওয়া হবে বলে জানিয়েছে NTA।
JEE Main 2023 পরীক্ষার টপ-স্কোরার পরীক্ষার্থীরা JEE Advanced পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য হিসেবে নির্বাচিত হবেন। মূলত বিভিন্ন আইআইটি এবং এনআইটিগুলিতে ভর্তির জন্য JEE Main 2023 পরীক্ষা নেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার সংক্রান্ত বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা। দেশের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে। আর কেবলমাত্র আইআইটি-গুলিতে ভর্তির জন্য JEE Advanced পরীক্ষা নেওয়া হবে।
Phd After Graduation: ইউজিসি- র প্রধান জানিয়েছেনে, চার বছরের স্নাতক প্রোগ্রামে যাঁরা পড়াশোনা করবেন তাঁদের আর পিএইচডি করার জন্য জন্য মাস্টার ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রির প্রয়োজন হবে না। স্নাতক প্রোগ্রাম চার বছরের চালু হতে চলেছে। সেখানে যুক্ত ছাত্রছাত্রীরা স্নাতকত্তোরের পড়াশোনা না করলেও পিএইচডি করার সুযোগ পাবেন।
আরও পড়ুন- ৭ বছর অভিজ্ঞতা থাকলেই সরকারি চাকরি, কোথায় কীভাবে সুযোগ পাবেন? জেনে নিন
Education Loan Information:
Calculate Education Loan EMI