Job News: ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে চাকরির সুযোগ, কোন কোন পদে নিয়োগ, শূন্যপদ কত
Jobs And Recruitments: ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর অ্যাসিসট্যান্ট কমান্ড্যান্ট পদে নিযুক্ত হওয়ার জন্য পাঁচটি পর্যায়ের পরীক্ষা দিতে হবে আবেদনকারীদের। সারা ভারতের নিরিখে মেধার ভিত্তিতে তৈরি হবে তালিকা।

Job News: ভারতীয় উপকূলরক্ষী বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। অ্যাসিসট্যান্ট কমান্ড্যান্ট - জেনারেল ডিউটি, টেকনিকাল (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিকাল/ইলেকট্রনিক্স) - ২০২৭ ব্যাচের জন্য নিয়োগ করবে ইন্ডিয়ান কোস্ট গার্ড কর্তৃপক্ষ। ইতিমধ্যেই শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। যাঁরা আবেদন করতে চাইছেন তাঁরা joinindiancoastguard.cdac.in - এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন। ৮ জুলাই থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর তা চলবে ২৩ জুলাই পর্যন্ত। এই নিয়োগের মাধ্যমে ১৭০টি শূন্যপদ পূরণ করবে ভারতের উপকূলরক্ষী বাহিনী। যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে থাকা লিঙ্কে।
কোথায় কত শূন্যপদ দেখে নিন
- জেনারেল ডিউটি - ১৪০টি শূন্যপদ
- টেক (ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স) - ৩০টি শূন্যপদ
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া প্রয়োজন, জেনে নিন
- জেনারেল ডিউটি (জিডি) - এক্ষেত্রে আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে।
- টেকনিকাল (মেকানিকাল/ইলেকট্রিকাল/ইলেকট্রনিক্স)- এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে আবেদনকারীদের কাছে। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি পেতে হবে। নাভাল আর্কিটেকচার অথবা মেকানিকাল অথবা মেরিন অথবা অটোমোটিভ অথবা মেকাট্রনিক্স অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন অথবা মেটালার্জি অথবা ডিজাইন অথবা এরোনটিকাল অথবা এরোস্পেস - এইসব বিষয়ে পেতে হবে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। এছাড়াও উল্লিখিত বিষয়গুলির সমতুল্য কোনও বিষয়ে সমান কোনও যোগ্যতা থাকতে হবে। এর সঙ্গে লাগবে Institutes of the Engineers (India) অনুমোদন।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে, জেনে নিন
অ্যাসিসট্যান্ট কমান্ড্যান্ট পদে নিযুক্ত হওয়ার জন্য পাঁচটি পর্যায়ের পরীক্ষা দিতে হবে আবেদনকারীদের। সারা ভারতের নিরিখে মেধার ভিত্তিতে তৈরি হবে তালিকা।
- স্টেজ ১ - এর পরীক্ষা - কোস্ট গার্ড কমন অ্যাডমিশন টেস্ট
- স্টেজ ২ - এর পরীক্ষা - প্রিলিমিনারি সিলেকশন বোর্ড
- স্টেজ ৩ - এর পরীক্ষা - এফএসবি (FSB)
- স্টেজ ৪ - এর পরীক্ষা - মেডিক্যাল এক্সামিনেশন
- স্টেজ ৫ - এর পরীক্ষা - ইনডাকশন
Indian Navy: ভারতীয় নৌসেনাবাহিনী রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে INCET 2025- এর জন্য। ৫ জুলাই থেকে শুরু হয়েছে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া। যাঁরা ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান এন্ট্রাস টেস্ট ২০২৫- এর জন্য প্রস্তুতি নিয়েছেন তাঁরা রেজিস্ট্রেশন করতে পারে। ভারতীয় নৌসেনার joinindiannavy.gov.in - এই ওয়েবসাইটে পাওয়া যাবে রেজিস্ট্রেশনের লিঙ্ক। এই নিয়োগের মাধ্যমে ৮৮২টি শূন্যপদ পূরণ করা হবে। আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















