Indian Oil Apprentice Recruitment 2025: ইন্ডিয়ান অয়েল 'অ্যাপ্রেন্টিস' নিয়োগ করতে চলেছে, কবে পর্যন্ত আবেদন জানানো যাবে?
Jobs And Recruitments: ইন্ডিয়ান অয়েলের পাইপলাইন বিভাগে শিক্ষানবিশ নিয়োগ করা হবে। মাসে একটি স্টাইপেন্ড পাবেন নিযুক্তরা। দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে।

Indian Oil Apprentice Recruitment 2025: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (Indian Oil Corporation Limited) অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করতে চলেছে। IOCL- এর অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে শিক্ষানবিশ (Apprentice posts) পদে নিয়োগের জন্য আবেদন করতে হবে। iocl.com - এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। মোট শূন্যপদের সংখ্যা ৫৩৭, আগ্রহী এবং যোগ্যরা দ্রুত আবেদন করে ফেলুন। ২৯ অগস্ট থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আর তা চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। কারা আবেদন করতে পারবেন, অর্থাৎ আবেদনকারীদের জন্ম তারিখ, বয়সের সীমা - এইসব তথ্য বিশদে দেওয়া রয়েছে IOCL- এর অফিশিয়াল ওয়েবসাইটে।
যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে আবেদনকারীদের মধ্যে থেকে
সমস্ত আবেদনকারীদের জন্য প্যানেল কাম মেরিট লিস্ট তৈরি করা হবে। যাঁরা একটি পদে জন্য পোর্টালে আবেদন করেছেন এবং এই আবেদনের জন্য যোগ্যতার যে মাপকাঠি রয়েছে তা পূরণ করেছেন, তাঁদের সকলের জন্য মেরিট লিস্ট বা মেধাতালিকা তৈরি করা হবে। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ আবেদনকারীদের যে শিক্ষাগত যোগ্যতার কথা জানিয়েছে, সেটি অনুসারে আবেদনকারীরা যে যেমন নম্বর পাবেন তা শতাংশের নিরিখে গ্রাহ্য করা হবে। আর এই নম্বরের ভিত্তিতেই বেশি থেকে কম এই ক্রমান্বয়ে আবেদনকারীদের নাম মেধা তালিকায় লেখা হবে।
ইন্ডিয়ান অয়েলের পাইপলাইন বিভাগে শিক্ষানবিশ নিয়োগ করা হবে। মাসে একটি স্টাইপেন্ড পাবেন নিযুক্তরা। দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। এছাড়াও গ্রাহ্য করা হবে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিও। আবেদনকারীদের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। ইস্টার্ন রিজিয়নে শূন্যপদ ১৫৬টি। অন্যদিকে ওয়েস্টার্ন রিজিয়নে শূন্যপদ ১৫২টি। নদার্ন রিজিয়নে ৯৭টি শূন্যপদ রয়েছে। সাউদার্ন রিজিয়নে রয়েছে ৪৭টি শূন্যপদ। সাউথ-ইস্টার্ন রিজিয়নে রয়েছে ৮৫টি শূন্যপদ। ১২ মাসের জন্য এই অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম চলবে। প্রতি মাসেই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন অ্যাপ্রেন্টিসরা।
১৮ থেকে ২৪ বছরের (৩১ অগস্ট, ২০২৫) মধ্যে বয়স হলে আবেদন করা যাবে। সরকারি নিয়ম অনুযারে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, ওবিসি এবং বিশেষ ভাবে সক্ষম আবেদনকারীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত হওয়ার জন্য ফুল টাইম ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে। ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে থাকতে হবে স্নাতক ডিগ্রি। আর ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে ন্যূনতম দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI





















