ITBP Recruitment 2025: 'স্পোর্টস কোটায়' নিয়োগ হতে চলেছে আইটিবিপি- তে, শূন্যপদ কত?
Job News: আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে (৩ এপ্রিল, ২০২৫ অনুসারে)।

ITBP Recruitment 2025: ইন্দো টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি- তে চাকরির সুযোগ রয়েছে। কনস্টেবল (জেনারেল ডিউটি, গ্রুপ সি, নন গেজেটেড, নন মিনিস্ট্রিয়াল) পদে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে পারবেন। স্পোর্টস কোটা থাকলে এই চাকরি পাওয়া যাবে। যোগ্য প্রার্থীরা ২ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন জানাতে পারবেন। প্রথমে অস্থায়ী হিসেবে আবেদন করা হলেও, পরে তা স্থায়ী চাকরি হবে। আইটিবিপি- তে এই চাকরির জন্য ১৩৩টি শূন্যপদ রয়েছে। বেসিক পে (লেভেল ৩, সপ্তম পে কমিশন অনুসারে) ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকার মধ্যে হতে পারে। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে (৩ এপ্রিল, ২০২৫ অনুসারে)। তবে সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে। General/ OBC/ UR/ EWS - এই তিন ক্যাটেগরির আবেদনকারীদের ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তবে SC/ ST/ Female ক্যাটেগরির আবেদনকারীদের কোনও প্রকার অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। আবেদনকারীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এটাই আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা।
বিএসএফ- এ নতুন নিয়োগ, কোন কোন পদে চাকরির সুযোগ
বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ (BSF) হেড কনস্টেবল মিনিস্টেরিয়াল (এইচসিএম) এবং অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টর স্টেনো (এএসআই স্টেনো) নিয়োগ করতে চলেছে। এই দুই পদে চাকরির জন্য আবেদনকারীদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (পিইটি) এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (পিএসটি) হবে।
সশস্ত্র পুলিশবাহিনীতে 'অ্যাসিসট্যান্ট কমানড্যান্ট' নিয়োগ
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি (UPSC) সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে (CAPF) অ্যাসিসট্যান্ট কম্যানড্যান্ট (ACs) পদে নিয়োগ করতে চলেছে। এর জন্য অনলাইনে রেজিস্ট্রেশনও শুরু হয়ে গিয়েছে। মোট শূন্যপদের সংখ্যা ৩৫৭টি। upsconline.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। আগামী ২৫ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা। মোট ৩৫৭টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে। ইউপিএসসি- র সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে অ্যাসিসট্যান্ট কম্যানড্যান্ট পদে নিয়োগের লিখিত পরীক্ষা হতে চলেছে আগামী ৩ অগস্ট। যে সপ্তাহে পরীক্ষার তার আগের সপ্তাহের শেষ কাজের দিন দেওয়া হবে অ্যাডমিট কার্ড। লিখিত পরীক্ষার দুটো ভাগ থাকতে চলেছে। প্রথম ভাগের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা। আর দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত।
আরও পড়ুন- এনটিপিসি- তে চাকরির সুযোগ, কোন কোন পদে হতে চলেছে নিয়োগ? কারা আবেদন করতে পারবেন?
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
