Indian Bank Recruitment 2024: ইন্ডিয়ান ব্যাঙ্কে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ হবে? শূন্যপদ কত?
Jobs And Recruitments: এই নিয়োগে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে ১৭৫ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অন্যান্য আবেদনকারীদের ১০০০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।
Indian Bank Recruitment 2024: ইন্ডিয়ান ব্যাঙ্কে রয়েছে চাকরির সুযোগ। স্পেশ্যালিস্ট অফিসার পদে হবে নিয়োগ। মোট ১৪৬টি শূন্যপদ রয়েছে। আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, গত ১২ মার্চ থকে। আগামী ১ এপ্রিল, ২০২৪ পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন আগ্রহীরা। অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা।
কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে
তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে ১৭৫ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অন্যান্য আবেদনকারীদের ১০০০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের সীমা কত, কীভাবে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে, কোনও বিশেষ তথ্য রয়েছে কিনা এই নিয়োগের জন্য- এইসব কিছু আবেদনকারীরা ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন।
এবার দেখে নেওয়া যাক কীভাবে ইন্ডিয়ান ব্যাঙ্কের এই নিয়োগের জন্য আপনি আবেদন জানাতে পারবেন
- প্রথমে ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট www.indianbank.in এখানে যেতে হবে আবেদনকারীদের।
- এবার হোমপেজে একটি কেরিয়ার ট্যাব খুঁজে পাবেন আবেদনকারীরা। সেখানে ক্লিক করতে হবে।
- এরপর আবেদনকারীরা RECRUITMENT OF SPECIALIST OFFICERS – 2024 এই অপশন পাবেন এবং সেখান ক্লিক করতে হবে।
- এবার কম্পিউটার স্ক্রিনে আবেদনকারীদের সামনে একটি নতুন পেজ খুলে যাবে।
- এরপর Click here for New Registration বলে একটি অপশন পাবেন আবেদনকারীরা। সেখানে ক্লিক করতে হবে।
- পরবর্তী পর্যাতে রেজিস্টার করে অ্যাপ্লিকেশম ফর্ম অনুসারে এগোতে হবে ধাপে ধাপে।
- সবকিছু ভালভাবে দেখেশুনে নিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। সতর্ক থাকবেন যাতে কোনও ভুল না হয়।
- ফর্ম পূরণের পর তা সাবমিট করার আগে অবশ্যই ভালভাবে পুরোটা একবার দেখে নেবেন।
- অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার আগে আবেদনকারীদের অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।
- এছাড়াও যাবতীয় প্রয়োজনীয় নথি অর্থাৎ ডকুমেন্ট জমা দিতে হবে। এক্ষেত্রে আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে।
- ভবিষ্যতে এই অ্যাপ্লিকেশন ফর্ম আপনার কাজে লাগতে পারে। তাই পূরণ হওয়া অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার আগে একটা প্রিন্ট আউট করে রেখে দিন নিজের কাছে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আরও পড়ুন- পশ্চিমবঙ্গের সরকারি কলেজে লাইব্রেরিয়ান পদে যোগ দিতে চান ? কীভাবে আবেদন করবেন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI