ONGC Recruitment: ওএনজিসি- তে শিক্ষানবিশ পদে নিয়োগ, শূন্যপদ কত? কবে পর্যন্ত জানানো যাবে আবেদন?
ONGC Apprentice Recruitment 2024: ৫ অক্টোবর, ২০২৪ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন জানানো যাবে অনলাইনে।
ONGC Recruitment: ওএনজিসি (ONGC) অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (Oil And Natural Gas Corporation Corporation Limited) নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ করবে ওএনজিসি কর্তৃপক্ষ। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। ওএনজিসি- র অফিশিয়াল ওয়েবসাইট ongcindia.com - এখানে গিয়ে আবেদন জানানো যাবে। মোট শূন্যপদ ২২৩৭টি। ৫ অক্টোবর, ২০২৪ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন জানানো যাবে অনলাইনে। আর এবছর ১৫ নভেম্বর হবে নির্বাচন প্রক্রিয়া।
কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন একনজরে
- নর্দার্ন সেক্টর - ১৬১টি শূন্যপদ
- মুম্বই সেক্টর - ৩১০টি শূন্যপদ
- ওয়েস্টার্ন সেক্টর - ৫৪৭টি শূন্যপদ
- ইস্টার্ন সেক্টর - ৫৮৩টি শূন্যপদ
- সাদার্ন সেক্টর- ৩৩৫টি শূন্যপদ
- সেন্ট্রাল সেক্টর - ২৪৯টিশূন্যপদ
ওএনজিসি- তে শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদনকারীদের বয়স কত হওয়া জরুরি
আপনার বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর জন্ম ২৫/১০/২০০০ থেকে ২৫/১০/২০০৬- এর মধ্যে হতে হবে। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া জরুরি এই চাকরির জন্য তার বিস্তারিত বিবরণ পাওয়া যাবে ওএনজিসি- র অফিশিয়াল ওয়েবসাইটে।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে, দেখে নিন
যে কোয়ালিফায়িং পরীক্ষা নেওয়া হবে যেখানে আবেদনকারীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট অর্থাৎ মেধাতালিকা তৈরি করা হবে। সেই মেধা তালিকার ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। ওএনজিসি- র নিয়োগের বিজ্ঞাপনে এই পরীক্ষার কথা বলা হয়েছে। যদি দু'জন আবেদনকারী একই নম্বর পান তাহলে যাঁরা বয়স বেশি তাঁকে নির্বাচন করবে ওএনজিসি কর্তৃপক্ষ। এরপর নির্দিষ্ট দিনে নিয়োগের আগে সমস্ত অফিশিয়াল ডকুমেন্টের অরিজিনাল কপি ভালভাবে দেখে নেওয়া হবে। অতএব সমস্ত নথি সঠিক ভাবে আবেদনকারীদের কাছে থাকা জরুরি।
আরও পড়ুন- স্টেট ব্যাঙ্কে চাকরির আবেদনের বাড়ল মেয়াদ, স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার পদে হবে নিয়োগ
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI