Jobs And Recruitments: এসএসসি- র কনস্টেবল জিডি পরীক্ষার ফলপ্রকাশের আগে প্রায় দ্বিগুণ বাড়ল শূন্যপদের সংখ্যা !
SSC GD Result 2024: স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি- র তরফে কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করা হয়েছিল। এবছর ফেব্রুয়ারি-মার্চ মাসে হয়েছিল পরীক্ষা।
Jobs And Recruitments: চাকরির পরীক্ষার ফল প্রকাশের আগে বেড়ে গেল শূন্যপদের সংখ্যা। শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছে বাস্তবে। এসএসসি (SSC) অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের (Staff Selection Commission) জিডি (SSC GD Result 2024) রেজাল্ট ২০২৪ বেরনোর আগে বৃদ্ধি পেয়েছে শূন্যপদের (Vacancies) সংখ্যা। প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে শূন্যপদের সংখ্যা। সম্প্রতি একটি নোটিফিকেশন থেকে জানা গিয়েছে, ২৬,১৪৬টি শূন্যপদ ছিল আগে। এখন তা বেড়ে হয়েছে ২৬,৬১৭টি।
শূন্যপদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর দেখে নেওয়া যাক কোন পদে কত শূন্যপদ রয়েছে
বিএসএফ - ১২,০৭৬ শূন্যপদ
সিআইএসএফ - ১৩,৬৩২ শূন্যপদ
সিআরপিএফ - ৯৪১০ শূন্যপদ
এসএসবি - ১৯২৬ শূন্যপদ
আইটিবিপি - ৬২৮৭ শূন্যপদ
এআর - ২৯৯০ শূন্যপদ
এসএসএফ - ২৯৬ শূন্যপদ
স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি- র তরফে কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করা হয়েছিল। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল এবং অসম রাইফেলসে রাইফেলম্যান (জেনারেল ডিউটি) নিয়োগ করা হবে এসএসসি- র এই পরীক্ষার মাধ্যমে। এবছর ফেব্রুয়ারি-মার্চ মাসে হয়েছিল পরীক্ষা। ইতিমধ্যেই অ্যানসার কি প্রকাশ হয়েছে। এবার দ্রুত ফল প্রকাশের পালা। আর সেই রেজাল্ট বেরনোর আগেই শূন্যপদের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়েছে এসএসসি জিটি রেজাল্ট অপশনে ক্লিক করে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
স্টাফ সিলেকশন কমিশনের কনস্টেবল জেনারেল ডিউটি পদে নিয়োগের পরীক্ষা দুটো পর্যায়ে হয়েছে। প্রথম পর্যায়ের পরীক্ষা হয়েছিল ২০ ফেব্রুয়ারি এবং ৭ মার্চ। তবে পরীক্ষার সময় কিছু পরীক্ষার্থী প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তার ফলে পুনরায় পরীক্ষা হয় ৩০ মার্চ।
কীভাবে দেখবেন রেজাল্ট, দেখে নিন সহজ কয়েকটি পর্যায়
১। প্রথমে ssc.gov.in. এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২। এরপর খুলতে রেজাল্টের পেজটি।
৩। পরবর্তী ধাপে কনস্টেবল জিডি ট্যাবে যেতে হবে আপনাকে।
৪। এবার কনস্টেবল জিটি রেজাল্ট ২০২৪ পিডিএফ- এটা খুলতে হবে।
৫। এরপর রোল নম্বর ব্যবহার করে রেজাল্ট দেখে নিতে হবে।
৬। ভবিষ্যতের প্রয়োজনের জন্য রেজাল্টের একটি হার্ডকপি অতি অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন।
আরও পড়ুন- বিএসএফ দিচ্ছে চাকরির সুযোগ, নিয়োগ হবে অসম রাইফেলসে, কোন কোন পদে নিয়োগ?
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI