(Source: ECI/ABP News/ABP Majha)
Jobs In Bankura: বাঁকুড়ায় প্যারা লিগাল ভলেন্টিয়ার্স নিয়োগের বিজ্ঞপ্তি, এঁরা করতে পারবেন আবেদন
Bankura Recruitment 2022: বাঁকুড়ায় প্যারা লিগাল ভলেন্টিয়ার্স নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি। সব মিলিয়ে ৪৩ জন প্যারা লিগ্যাল ভলান্টিয়ার্স (PLVs)নেওয়া হবে জেলায়।
Bankura Recruitment 2022: বাঁকুড়ায় প্যারা লিগাল ভলেন্টিয়ার্স নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি। সব মিলিয়ে ৪৩ জন প্যারা লিগ্যাল ভলান্টিয়ার্স (PLVs)নেওয়া হবে জেলায়। বাঁকুড়া জেলার এই পদে আবেদনের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীরা সরকারি বিজ্ঞপ্তি দেখে নেবেন।
PARA LEGAL VOLUNTEERS(PLVS): শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর উচ্চ মাধ্যমিকের ন্যূনতম যোগ্যতা থাকতে হবে (10+2)। মনে রাখবেন, উচ্চ আয়ের কথা না ভেবে যাদের সমাজে অভাবীদের সাহায্য় করার মানসিকতা রয়েছে তারাই এই পদগুলিতে আবেদন করতে পারেন।
Jobs In Bankura: অন্যান্য যোগ্যতা
শিক্ষক (অবসরপ্রাপ্ত শিক্ষক সহ)/ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী ও প্রবীণ নাগরিক / M.S.W ছাত্র এবং শিক্ষক / অঙ্গনওয়াড়ি কর্মী / ডাক্তার / চিকিত্সক / ছাত্র ও আইনের ছাত্র (তারা আইনজীবী হিসাবে নথিভুক্ত না হওয়া পর্যন্ত) / অরাজনৈতিক, পরিষেবা-ভিত্তিক এনজিও ও ক্লাবের সদস্য / মহিলাদের কোনও গোষ্ঠী, অন্যান্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, মৈত্রী সংঘ, প্রান্তিক / অরক্ষিত গোষ্ঠী সহ অন্যান্য স্বনির্ভর গোষ্ঠীগুলি / ছাড়াও ভাল আচরণ সহ শিক্ষিত বন্দি, কারাগারে দীর্ঘমেয়াদী সাজা ভোগ করা / অন্য যে কোনও ব্যক্তি যাকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ উপযুক্ত বলে মনে করে PLVS হিসাবে নিয়োগ করা হবে।
Bankura Recruitment 2022: আবেদনকারীর বয়স
প্যারা লিগ্যাল ভলান্টিয়ার নির্বাচনের জন্য ন্যূনতম বয়স বিজ্ঞাপনের তারিখ অনুসারে ১৮ বছরের কম হওয়া উচিত নয়।
Jobs In Bankura: বেতন কাঠামো
NALSA ও SLSA, পশ্চিমবঙ্গের বর্তমান নিয়ম অনুসারে (বর্তমানে প্রতিদিন ৫০০ টাকা) ছাড়া PLV-এর কাজ কোনও বেতন, পারিশ্রমিক বা মজুরি দেওয়া হয় না।
Bankura Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া
কোনও কারণ দর্শানো ছাড়াই অসম্পূর্ণ আবেদন বাতিল করা হবে। শেষ তারিখ নির্ধারণের পর কোনও আবেদন গ্রহণ করা হবে না।
প্যারা লিগ্যাল ভলান্টিয়ারদের নির্বাচন ডিএলএসএ, বাঁকুড়ার সিলেকশন/রিক্রুটমেন্ট কমিটি করবে। প্রার্থীদের একটি ইন্টারভিউ/ব্যক্তিত্ব পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। প্রার্থীদের সংখ্যা বাছাই করার জন্য আবেদনগুলির একটি প্রাথমিক স্ক্রিনিং করা হতে পারে। স্ক্রিনিং/বাছাইয়ের ভিত্তিতে আবেদনগুলি পাওয়ার পরে সিলেকশন কমিটি সিদ্ধান্ত নেবে।
Jobs In Bankura: কীভাবে আবেদন করতে হবে
এই পদে আবেদনপত্রের সঙ্গে বয়স, যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার পাশাপাশি ঠিকানার প্রমাণ সংক্রান্ত শংসাপত্রের সেলফ অ্যাটেস্টেড কপি(যদি থাকে) ২০ জানুয়ারির মধ্যে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, বাঁকুড়ার অফিসে পৌঁছতে হবে। ২০২৩ বিকেল ৫টার আগে পৌঁছতে হবে এই আবেদনপত্র। চেয়ারম্যান,জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ,বাঁকুড়া"-কে উদ্দেশ্য করে পাঠাতে হবে এই আবেদন। ঠিকানা:-ADR বিল্ডিং, জেলা জজ কোর্ট কম্পাউন্ড, বাঁকুড়া, পিন-722101।
Bankura Recruitment 2022: গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের তারিখ
সাক্ষাত্কারের তারিখ পরে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির অফিশিয়াল নোটিশ বোর্ডে জানানো হবে। সেই ক্ষেত্রে বাঁকুড়ার অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিন। https://districts.ecourts.gov.in/bankura
আরও পড়ুন : KMC Recruitment 2022: কলকাতা পুরসভায় চাকরির সুযোগ,এঁরা করতে পারবেন আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI