Jobs in West Bengal: রাজ্যের এই জেলায় প্রচুর পদে চাকরি, কীভাবে করবেন আবেদন ?
Dakshindinajpur Jobs: রাজ্যের এই জেলায় প্রচুর মেডিক্যাল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি । এপিডেমোলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান ছাড়াও আরও পদে হবে নিয়োগ।
Dakshindinajpur Jobs: রাজ্যের এই জেলায় প্রচুর মেডিক্যাল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি । এপিডেমোলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান ছাড়াও আরও পদে হবে নিয়োগ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, দক্ষিণ দিনাজপুর 2022-2023 আর্থিক বছরের জন্য এই নিয়োগ শুরু করেছে।
Jobs in West Bengal: আবেদনের শেষ তারিখ
অর্থ কমিশন-স্বাস্থ্য অনুদান প্রকল্পে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হতে চলেছে। ১ ফেব্রুয়ারি রাত ১২ টার আগে পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। যোগ্য প্রার্থীদের www.dakshindinajpurhealth.org ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।
Dakshindinajpur Jobs: কোন কোন পদে হবে নিয়োগ
মেডিক্য়াল অফিসার, স্টাফ নার্স ছাড়াও এপিডেমোলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান ও অন্যান্য় অনেক পদে নিয়োগ করা হবে এই জেলায়।
Jobs in West Bengal: শিক্ষাগত যোগ্যতা
MCI-স্বীকৃত ইনস্টিটিউট থেকে এক বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সহ মেডিক্যাল ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন। মনে রাখবেন,পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের অধীনে রেজিস্টার্ড প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। তবে বেশি যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেবে কর্তৃপক্ষ।
Medical Jobs: আবেদন ফি
প্রার্থীদের কেবল অনলাইনে তাদের আবেদন জমা দিতে হবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ না হলে বা অসম্পূর্ণ থাকলে তা বাতিল হতে পারে। একটি ডিমান্ড ড্রাফট আকারে ১০০ টাকা আবেদনের ফি (সাধারণ বিভাগের জন্য) ও নথি যাচাইয়ের সময় সংরক্ষিত বিভাগের জন্য ৫০ টাকা জমা দিতে হবে। মনে রাখবেন,এই টাকা ফেরতযোগ্য নয়।
Jobs in West Bengal: এই বিষয়গুলি মাথায় রাখতে হবে
প্রার্থীদের কেবল অনলাইনে তাদের আবেদন জমা দিতে হবে।
আবেদনপত্র সঠিকভাবে পূরণ না হলে বা অসম্পূর্ণ থাকলে তা বাতিল হতে পারে।
অনলাইনে আবেদনের সময় সঠিক স্বাক্ষর ও ছবি আপলোড করা না হলে সেই আবেদনটিও বাতিল হতে বাধ্য।
ডিসটেন্স লার্নিং কোর্সের মাধ্যমে বা কোনও ওপেন ইউনিভার্সিটি থেকে প্রয়োজনীয় যোগ্যতার ডিগ্রি এখানে গ্রহণ করা হবে না।
LIC AAO Recruitment 2023: সম্প্রতি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) ৩০০ সহকারী প্রশাসনিক কর্মকর্তা (AAO) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোম্পানি জানিয়েছে, ১৫ জানুয়ারি এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেবল অনলাইনে LIC AAO নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা licindia.in-এ অনলাইনে গিয়ে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। LIC AAO 2023 নিয়োগের জন্য আবেদন করার শেষ তারিখ রাখা হয়েছে ৩১ জানুয়ারি।
আরও পড়ুন: SBI PO Prelims Result: এসবিআই-এর এই পরীক্ষার ফল প্রকাশিত, আপনার নাম দেখুন এভাবে
Education Loan Information:
Calculate Education Loan EMI