Paschim Medinipur Jobs: শিক্ষক, ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে এই জেলায়, আবেদনের যোগ্য কারা ?
Paschim Medinipur Jobs: উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ে হতে চলেছে এই নিয়োগ। সব মিলিয়ে বিদ্যাসাগর শিশু নিকেতনে ৬টি পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ।
Assistant Teacher Jobs: পশ্চিম মেদিনীপুরে বিদ্যাসাগর শিশু নিকেতনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিচার ছড়াও ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে হবে নিয়োগ। এই পদে আবদন করতে চাকরিপ্রার্থীদের আগামী ২২ মার্চের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন করতে হবে।
Paschim Medinipur Jobs: উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ে হতে চলেছে এই নিয়োগ। সব মিলিয়ে বিদ্যাসাগর শিশু নিকেতনে ৬টি পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ।
ASSISTANT TEACHER IN SCIENCE (HIGH SCHOOL) – 01
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে B.Sc (রেগুলার) ও B.Ed উত্তীর্ণ হতে হবে।
ASSISTANT TEACHER IN PRIMARY (PRIMARY SCHOOL) – 03
শিক্ষাগত যোগ্যতা: দ্বাদশ শ্রেণি/ স্নাতক প্রশিক্ষিত শিক্ষক ডিএলএড/ বিএড সহ কনভেন্ট ব্যাকগ্রাউন্ডের শিক্ষক এই পদের জন্য অগ্রাধিকার পাবেন।
LAB ASSISTANT IN HIGH SCHOOL – 02
শিক্ষাগত যোগ্যতা: সায়েন্স ব্যাকগ্রাউন্ড সহ 10+2 শ্রেণি উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
Assistant Teacher Jobs: প্রার্থীদের কাছে কাম্য
ইংরেজিতে সাবলীল কথা বলার যোগ্যতা ছাড়াও ICSE/CBSE স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীর। ICSE/CBSE বোর্ড থেকে উত্তীর্ণ প্রার্থীরা পাবে অগ্রাধিকার।প্রার্থী বাছাই ও যোগ্যতার নিয়ম সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখতে হবে।
Paschim Medinipur Jobs: কীভাবে আবেদন করবেন ?
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা তাদের বায়ো-ডেটা নিচে উল্লিখিত ঠিকানায় পাঠাতে পারেন। শিক্ষাগত যোগ্যতা, জাত, বয়স, অভিজ্ঞতার শংসাপত্র ছাড়াও অন্য যেকোনও প্রাসঙ্গিক নথির সমর্থনে প্রশংসাপত্রের ফটোকপি জুড়ে দিন আবেদনপত্রে।
Assistant Teacher Jobs: আবেদনের শেষ তারিখ ও ঠিকানা
এনক্লোজার সহ আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় পৌঁছাতে হবে — অধ্যক্ষ, বিদ্যাসাগর শিশু নিকেতন, রাঙামাটি,বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, পশ্চিম মেদিনীপুর, পিন-৭২১১০২ । আগামী ২২ মার্চের আগে পৌঁছতে হবে আবেদনপত্র।
Official website of District Paschim Medinipur — https://www.paschimmedinipur.gov.in
আরও পড়ুন : Kanyashree Prakalpa Jobs: কন্যাশ্রী প্রকল্পে চাকরির সুযোগ, নিয়োগ শুরু এই জেলায়
Education Loan Information:
Calculate Education Loan EMI