Jobs: ISI কলকাতায় হচ্ছে নিয়োগ,এঁরা করতে পারবেন আবেদন
Kolkata Jobs: আইএসআই কলকাতা (ISI)প্রজেক্ট লিঙ্কড পার্সন (Linguistics) এর ২টি পদের জন্য যোগ্য প্রার্থীদের নিয়োগ করছে।
Kolkata Jobs: আইএসআই কলকাতা (ISI)প্রজেক্ট লিঙ্কড পার্সন (Linguistics) এর ২টি পদের জন্য যোগ্য প্রার্থীদের নিয়োগ করছে। প্রার্থীদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতায় ভাষাগত গবেষণা ইউনিটের বিভিন্ন প্রকল্পে নিয়োগ করা হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নীচে উল্লিখিত নির্ধারিত তারিখে প্রশংসাপত্র সহ ওয়াক-ইন-ইন্টারভিউয়ের জন্য সরাসরি উপস্থিত হতে পারেন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিবরণ সংক্ষিপ্তভাবে তথ্যের উদ্দেশ্যে শুধুমাত্র চাকরিপ্রার্থীর স্বার্থে নীচে দেওয়া হল।
Vacancy: আইএসআই কলকাতা নিয়োগ 2023 পোস্টের বিবরণ
Project linked person (Linguistics)
West Bengal Jobs: বেতন কাঠামো
এই পদে আবেদনকারীরা ২৫,০০০-৩০,০০০ টাকা বেতন পাবেন
Jobs: ISI কলকাতা নিয়োগের নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের নির্বাচন হবে সাক্ষাৎকারের মাধ্যমে। পরীক্ষার সাক্ষাৎকারের সঠিক তারিখ,সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানানো হবে। সেইসঙ্গে এই ধরনের তথ্য ISI কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে। প্রার্থীদের নির্বাচনের নিয়ম ও যোগ্যতার নিয়ম সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন।
Jobs: রাজ্যে কন্য়াশ্রী প্রকল্পের (Kanyashree Scheme) জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নির্দিষ্ট জেলায় পাবেন এই চাকরির (Vacancy) সুযোগ। আবেদনের আগে সরকারি বিজ্ঞপ্তি পড়ে নিন।
Kanyashree Prakalpa: কোন জেলায় হচ্ছে নিয়োগ ?
জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর মুর্শিদাবাদের কার্যালয় কন্যাশ্রী প্রকল্পের অধীনে ডেটা ম্যানেজার এবং অ্যাকাউন্ট্যান্টের 09টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রাকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীরা জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর মুর্শিদাবাদের অফিসের দেওয়া নির্ধারিত ফরম্যাটের মাধ্যমে অফলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি মেমো নম্বর 132/SW(KP)/MSD/23। যোগ্য প্রার্থীরা নীচের দেওয়া ঠিকানায় তাদের আবেদন/প্রশংসাপত্র পাঠাতে পারেন। শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্যের উদ্দেশ্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিশদ বিবরণ নীচে সংক্ষেপে দেওয়া হল
West Bengal Jobs: কন্যাশ্রী প্রকল্প মুর্শিদাবাদ নিয়োগ পদের বিশদ বিবরণ:
পদের নাম শূন্যপদ বয়সসীমা
হিসাবরক্ষক 01 18 বছর থেকে 37 বছর
ডেটা ম্যানেজার 08 18 বছর থেকে 37 বছর
Vacancy: শিক্ষাগত যোগ্যতা:
পদের নাম যোগ্যতা
হিসাবরক্ষক কমার্স স্নাতক এবং কম্পিউটারে হিসাববিজ্ঞান অনার্স + সার্টিফিকেট
ডেটা ম্যানেজার স্নাতক + কম্পিউটারে সার্টিফিকেট
আরও পড়ুন: Kanyashree Prakalpa: কন্যাশ্রী প্রকল্পে নিয়োগের বিজ্ঞপ্তি,এই জেলায় চাকরির সুযোগ
Education Loan Information:
Calculate Education Loan EMI