Kolkata NUHM Recruitment: কলকাতায় মেডিক্যাল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন কোথায় করবেন আবেদন
Kolkata NUHM Recruitment: চাকরিপ্রার্থীরা ইন্টারভিউতে উত্তীর্ণ হলে কলকাতার আর্বান প্রাইমারি হেলথ সেন্টারে তাদের নিয়ে নিয়োগ করা হবে। সব মিলিয়ে ৬০ জন মেডিক্যাল অফিসার নিয়োগ করবে কর্তৃপক্ষ।
Kolkata NUHM Recruitment: কলকাতায় ন্যাশনাল আর্বান হেলথ মিশনের অধীনে মেডিক্যাল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগামী ২৯ নভেম্বর করতে হবে আবেদন। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হবে এই নিয়োগ।
Recruitment of Medical Officer: চাকরিপ্রার্থীরা ইন্টারভিউতে উত্তীর্ণ হলে কলকাতার আর্বান প্রাইমারি হেলথ সেন্টারে তাদের নিয়ে নিয়োগ করা হবে। সব মিলিয়ে ৬০ জন মেডিক্যাল অফিসার নিয়োগ করবে কর্তৃপক্ষ। পুরো নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে।
MEDICAL OFFICER – 14 Posts
MEDICAL OFFICER (PART TIME) – 46 Posts
Kolkata NUHM Recruitment: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর MBBS ডিগ্রি ছাড়াও এক বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকতে হবে।চাকরিপ্রার্থীর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক।
Recruitment of Medical Officer: বয়স সীমা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট https://www.kmcgov.in-এ যোগাযোগ করতে হবে।
MEDICAL OFFICER: কীভাবে করবেন আবেদন ?
মেডিক্যাল অফিসারের পদে আবেদন করতে চাকরিপ্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, বয়স সীমার প্রমাণপত্র ছাড়াও আরও সার্টিফিকেট নিয়ে সরাসরি Room No.254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5 S.N. Banerjee Road, Kolkata – 700013 এই ঠিকানায় যোগাযোগ করতে হবে। সকাল সাড়ে ১১টায় রয়েছে রিপোর্টিং টাইম। আগামী ২৯ নভেম্বরে হবে ইন্টারভিউ।
Official website of Kolkata City NUHM Society — https://www.kmcgov.in
Education Loan Information:
Calculate Education Loan EMI