এক্সপ্লোর
Advertisement
মাধ্যমিকের দ্বিতীয় দিনে টিকটকে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা? মালদার রতুয়ায় পরীক্ষাকেন্দ্রেই হাতেনাতে পাকড়াও পরীক্ষার্থী
বিভ্রাট এড়াল না মাধ্যমিকের দ্বিতীয় দিনেও। টিকটকে মাধ্যমিকের প্রশ্নের ছবি তুলে বাইরে পাচারের চেষ্টা? এই অভিযোগে পরীক্ষাকেন্দ্রেই হাতেনাতে পাকড়াও মাধ্যমিক পরীক্ষার্থী। মালদায় গ্রেফতার ১ মাধ্যমিক পরীক্ষার্থী।
কলকাতা: বিভ্রাট এড়াল না মাধ্যমিকের দ্বিতীয় দিনেও। টিকটকে মাধ্যমিকের প্রশ্নের ছবি তুলে বাইরে পাচারের চেষ্টা? এই অভিযোগে পরীক্ষাকেন্দ্রেই হাতেনাতে পাকড়াও মাধ্যমিক পরীক্ষার্থী। মালদায় গ্রেফতার ১ মাধ্যমিক পরীক্ষার্থী।রতুয়ার বৈদ্যনাথপুর হাইস্কুলে এই ঘটনা ঘটেছে। পর্ষদ সূত্রে খবর ‘আরএ’ করা হয়েছে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে। ঘটনার তদন্ত শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এ ব্যাপারে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। পুলিশি জেরার মুখে ওই পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করার কথা ওই পরীক্ষার্থী স্বীকার করেছে বলে জানা গেছে।
এরইমধ্যে উত্তর ২৪ পরগনায় পরীক্ষাকেন্দ্রে বাজেয়াপ্ত ৩ মোবাইল। জেলার আতপুরে পরীক্ষাকেন্দ্রে তিনটি মোবাইল বাজেয়াপ্ত হয়েছে বলে পর্ষদ সূত্রে খবর।
গতকাল মাধ্যমিকের প্রথম দিনে পরীক্ষা চলাকালীন প্রশ্নের প্রতিলিপি বাইরে আসার অভিযোগ ওঠে মালদাতেই।জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছিলেন, পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র বাইরে আসার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে হয়েছে তদন্ত করে দেখা হচ্ছে। একটি মোবাইল নম্বর চিহ্নিত করা হয়েছে। সেটির মালিককে খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে দাবি করা হয়েছিল, বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু হয়। শুরুর পরই অভিযোগ ওঠে প্রশ্নপত্রের প্রতিলিপি বাইরে আসার, কিন্তু দেখা যায় সেই অভিযোগ ভিত্তিহীন। ২টো নাগাদ ফের প্রশ্নের প্রতিলিপি বাইরে আসার অভিযোগ ওঠে।
সূত্রের দাবি, প্রশাসন সিদ্ধান্ত নেয়, পরীক্ষার সময় ৯ জেলার ৪২টি ব্লকে ইন্টারনেট বন্ধ রাখার। নিষিদ্ধ ছিল শিক্ষকদের মোবাইল ফোন ও স্মার্ট ঘড়ি। যাদবপুরের একটি স্কুলে মোবাইল আনবেন না বলে শিক্ষকদের মুচলেকা পর্যন্ত নেওয়া হয়। পড়ুয়ারা পরীক্ষার হলে মোবাইল ফোন সহ ধরা পড়লে ছিল পরীক্ষা বাতিলের হুশিয়ারি। তা সত্ত্বেও প্রথম দিন এড়ানো যায়নি বিভ্রাট। সরকারি সূত্রের দাবি, ইন্টারনেট বন্ধ করার পরিকল্পনা থাকলেও তা বাস্তবে হয়নি।
Education Loan Information:
Calculate Education Loan EMI
শিক্ষা (Education) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement