NABARD Recruitment 2021: ১৬২টি পোস্ট খালি, ম্যানেজার পদে নিয়োগ করছে NABARD
১৬২ পদে নিয়োগ করছে 'ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার ও রুরাল ডেভেলপমেন্ট'(NABARD)। নাবার্ডের যাবতীয় ম্যানেজার পদে নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে।
নয়া দিল্লি : ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করছে 'ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার ও রুরাল ডেভেলপমেন্ট'(NABARD)। সম্প্রতি গ্রেড 'এ' ও 'বি' পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা। ইচ্ছুক প্রার্থীরা ১৭ জুলাই থেকে ৭ অগাস্টের মধ্যে আবেদন করতে পারেন।
NABARD নিয়োগ ২০২১: গুরুত্বপূর্ণ তারিখ
১৭ জুলাই থেকে চাকরির জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে।
৭ অগাস্টের মধ্যে চাকরিপ্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনে কোনও ধরনের ভুল হলে সেক্ষেত্রেও ঠিক করার শেষ তারিখ ৭ অগাস্ট।
NABARD নিয়োগ ২০২১ : কোন পদ খালি ?
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কিং সার্ভিস-১৪৮
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড-এ (রাজভাষা সার্ভিস)-৫
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড-এ (প্রোটোকল ও সিকিউরিটি সার্ভিস)-২
ম্যানেজার ইন গ্রেড-বি সার্ভিস (রুরাল)(ডেভলপমেন্ট ব্যাঙ্কিং সার্ভিস)-৭
NABARD নিয়োগ ২০২১ : বয়সসীমা
নাবার্ডের যাবতীয় ম্যানেজার পদে নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে। কোনও ক্রমেই যেন আবেদনকারীর বয়স ৩০ না ছাড়ায়।
NABARD নিয়োগ ২০২১: বাছাই পর্ব
তিনটি পর্যায়ে এই ক্ষেত্রে যোগ্য প্রার্থী বিবেচিত হবে। প্রাথমিক পরীক্ষা, মেন পরীক্ষায় উত্তীর্ণ হলে নেওয়া হবে ইন্টারভিউ।
NABARD নিয়োগ ২০২১: শিক্ষাগত যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড-এ: এই পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক হতে হবে। তবে (SC/ST/ PWBD-র জন্য ৫৫ শতাংশ নম্বর পেলেই প্রার্থী পরীক্ষায় বসার আবেদন করতে পারবেন। আবেদনকারীর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে সেক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর আবশ্যিক। তবে এই ক্ষেত্রে (SC/ST/ PWBD-র জন্য ৫০ শতাংশ নম্বর আবেদনের যোগ্য।
ম্যানেজার ইন গ্রেড-বি: এই পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক হতে হবে। তবে (SC/ST/ PWBD-র জন্য ৫৫ শতাংশ নম্বর পেলেই প্রার্থী পরীক্ষায় বসার আবেদন করতে পারবেন। আবেদনকারীর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে সেক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর আবশ্যিক। তবে এই ক্ষেত্রে (SC/ST/ PWBD-র জন্য ৫০ শতাংশ নম্বর আবেদনের যোগ্য। এ বিষয়ে বিস্তারিত জানতে নাবার্ডের অফিশিয়াল সাইটে ভিজিট করতে হবে। সেক্ষেত্রে nabard.org-এ গেলেই জানা যাবে বিস্তারিত।)
Education Loan Information:
Calculate Education Loan EMI