NEET UG Result 2024: NEET UG-র সংশোধিত ফল প্রকাশ, প্রথম স্থানে ১৭; বাংলা থেকে কজন?
Education News: nta.ac.in/NEET - এ গিয়ে ফল দেখা যাবে। ফল দেখার সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অ্যাপ্লিকেশন নম্বর, জন্ম তারিখ, ইমেল অথবা মোবাইল নম্বর দিতে হবে।
কলকাতা: প্রকাশিত হল নিটের (NEET UG 2024)-এর সংশোধিত ফল। প্রথম স্থানে রয়েছেন ১৭ জন। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৭২০। এই ১৭ জনের মধ্যে রয়েছেন বাংলার এক পড়ুয়া। পাশাপাশি রয়েছেন দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানের পড়ুয়ারাও।
একনজরে প্রথম স্থানাধিকারীরা
- মৃদুল মান্য আনন্দ, দিল্লি
- আয়ুশ নৌগরাইয়া, উত্তরপ্রদেশ
- মাজিন মনসুর, বিহার
- প্রচিতা, রাজস্থান
- সৌরভ, রাজস্থান
- দিব্যংশ, দিল্লি
- গুণময় গর্গ, পাঞ্জাব
- অর্ঘ্যদীপ দত্ত, পশ্চিমবঙ্গ
- শুভন সেনগুপ্ত, মহারাষ্ট্র
- আরিয়ান যাদব, উত্তরপ্রদেশ
- পলানশা আগরওয়াল, মহারাষ্ট্র
- রজনীশ পি, তামিলনাড়ু
- শ্রীনন্দ শর্মিল, কেরালা
- মানে নেহা কুলদীপ, মহারাষ্ট্র
- তাইজস সিং, চণ্ডীগড়
- দেবেশ যোশি, রাজস্থান
- ইরাম কাজী, রাজস্থান
কীভাবে দেখবেন ফল?
৪ জুন NEET UG-র ৬৭জন পরীক্ষার্থী পুরো ৭২০ নম্বর পেয়েছিলেন। আজ সংশোধিত রেজাল্ট প্রকাশ হতেই পুরো ৭২০ নম্বর প্রাপকের সংখ্যা কমে দাঁড়াল ১৭। NTA-র তরফে জানানো হয়েছে দেশের ৫৭১টি শহরে এবং দেশের বাইরে ১৪টি শহরে এই পরীক্ষা নেওয়া হয়। সবমিলিয়ে ৪৭৫০টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। সরাসরি এই লিঙ্কে ক্লিক করলে দেখা যাবে ফল (একনজরে দেখে নিন ফল)। অথবা nta.ac.in/NEET - এ গিয়ে ফল দেখা যাবে। ফল দেখার সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অ্যাপ্লিকেশন নম্বর, জন্ম তারিখ, ইমেল অথবা মোবাইল নম্বর দিতে হবে। exams.nta.ac.in/NEET ঠিকানায় গিয়ে হোম পেজে ‘Re-Revised Score Card(26 July 2024)’ লেখায় ক্লিক করতে হবে। এরপর লগ ইন করতে হবে। সংশোধিত স্কোর কার্ড স্ক্রিনে ভেসে উঠবে। ভবিষ্যতের প্রয়োজনে রেখে দিতে হবে প্রিন্ট আউট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Recruitment News: LIC-তে চাকরির সুযোগ, ২০০ পদে আবেদন শুরু- বেতন কত ? কারা যোগ্য ?
Education Loan Information:
Calculate Education Loan EMI