Job News: উত্তর-পূর্ব সীমান্ত রেলে শিক্ষানবিশ পদে নিয়োগ, শূন্যপদ কত ? কীভাবে আবেদন করবেন ?
Northeast Frontier Railway: আপনার বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন উত্তর-পূর্ব সীমান্ত রেলে শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য।
Job News: উত্তর-পূর্ম সীমান্ত রেল (Northeast Frontier Railway, NFR) শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ করতে চলেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে পারবেন অনলাইনে। নর্থ ইস্ট ফ্রন্টায়ার রেলওয়ে- এর অফিশিয়াল ওয়েবসাইট nfr.indianrailways.gov.in - এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন। উত্তর-পূর্ম সীমান্ত রেলের এই নিয়োগের মাধ্যমে ৫৬৪৭টি শূন্যপদ পূরণ হবে। গত ৪ নভেম্বর আবেদনপ্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর রেজিস্ট্রেশন চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত।
কোন এলাকায় কত শূন্যপদ রয়েছে, সবিস্তারে দেখে নিন
- কাটিহার এবং তিনধারিয়া ওয়ার্কশপ- ৮১২
- আলিপুরদুয়ার- ৪১৩
- রঙ্গিয়া- ৪৩৫
- লামডিং- ৯৫০
- তিনসুকিয়া- ৫৮০
- নিউ বঙ্গাইগাঁও ওয়ার্কশপ এবং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ- ৯৮২
- ডিব্রুগড় ওয়ার্কশপ- ৮১৪
- মালিগাঁও (উত্তর-পূর্ম সীমান্ত রেলের হেড কোয়ার্টার)- ৬৬১
আবেদনকারীদের বয়স কত হওয়া প্রয়োজন, জেনে নিন
আপনার বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন উত্তর-পূর্ব সীমান্ত রেলে শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে
মেধার ভিত্তিতেই তৈরি হবে তালিকা। দশম শ্রেণির পরীক্ষায় কত শতাংশ নম্বর পেয়েছেন তা দেখা হবে। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। এছাড়াও থাকতে হবে আইটিআই মার্কস। যেই বিষয়ে অ্যাপ্রেন্টিসশিপ করবেন তার ভিত্তিতেই থাকতে হবে আইটিআই নম্বর। ম্যাট্রিক পরীক্ষা এবং আইটিআই- তে প্রাপ্ত নম্বরের গড়ের ভিত্তিতে তৈরি হবে চূড়ান্ত মেধাতালিকা।
কাদের জন্য ধার্য হয়েছে কত অ্যাপ্লিকেশন ফি
১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে আবেদনকারীদের জন্য। তবে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণি এবং মহিলা প্রার্থীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। যদি আবেদনকারীদের কেউ নিজেদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার পর কিছু সংশোধন করতে চান, তাহলে ৫০ টাকা দিতে হবে। তাহলে অ্যাপ্লিকেশম ফর্মে সংশোধন করা যাবে।
আরও পড়ুন- ভারতের এই ব্যাঙ্কে অফিসার পদে হতে চলেছে নিয়োগ, মোট শূন্যপদ কত ?
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI