Job News: ভারতের এই ব্যাঙ্কে অফিসার পদে হতে চলেছে নিয়োগ, মোট শূন্যপদ কত ?
Jobs And Interview: ভারতের স্মল ইন্ড্রাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অর্থাৎ SIDBI অফিসার পদে নিয়োগ করতে চলেছেন।
Job News: ভারতের স্মল ইন্ড্রাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (Small Industries Development Bank of India) অফিসার পদে (SIDBI) নিয়োগ করতে চলেছে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। sidbi.in - এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। মোট ৭২টি শূন্যপদ রয়েছে। গ্রেড এ এবং গ্রেড বি অফিসার পদে নিয়োগ করা হবে।
উল্লেখ্যযোগ্য গুরুত্বপূর্ণ কিছু তারিখ দেখে নিন একঝলকে
- আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৮ নভেম্বর থেকে
- আবেদন করা যাবে ২ সেপ্টেম্বর পর্যন্ত
- প্রথম পর্যায়ের অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ ২২ ডিসেম্বর
- দ্বিতীয় পর্যায়ের অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৯ জানুয়ারি, ২০২৫
- ইন্টারভিউ হতে পারে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে
কোথায় কত শূন্যপদ রয়েছে, দেখে নিন
- অ্যাসিসট্যান্ট ম্যানেজার গ্রেড এ - ৫০টি শূন্যপদ
- ম্যানেজার গ্রেড বি - ২২টি শূন্যপদ
এই চাকরির জন্য আবেদন করতে চাইলে আবেদনকারীদের বয়স কত হওয়া জরুরি
গ্রেড এ- ২১ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হলেই আপনি আবেদন করতে পারবেন এই পদের জন্য। আবেদনকারীদের জন্ম ০৮.১১.১৯৯৪ এর আগে এবং ০৯.১১.২০০৩- এর পর হওয়া চলবে না।
গ্রেড বি- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স ২৫ বছরের বেশি এবং ৩৩ বছরের কম হওয়া প্রয়োজন। আবেদনকারীদের জন্ম ০৮.১১.১৯৯১- এর আগে এবং ০৯.১১.১৯৯৯- এর পরে হওয়া চলবে না।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে
প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া তিনটি পর্যায়ে সম্পন্ন হবে। প্রথম ধাপে হবে অনলাইন স্ক্রিনিং পরীক্ষা। সেখানে একটিই পেপারের পরীক্ষা হবে। সাতটি বিভাগে মোট ২০০ নম্বর থাকবে। দ্বিতীয় পর্যায়েও হবে অনলাইন পরীক্ষা। সেখানে দুটো পত্রের পরীক্ষা হবে এবং মোট ২০০ নম্বর থাকবে। তৃতীয় পর্যায়ে থাকবে ইন্টারভিউ পর্ব। মোট ১০০ নম্বরের ইন্টারভিউ পর্ব হবে।
অ্যাপ্লিকেশন ফি কত ধার্য হয়েছে কোন প্রার্থীদের জন্য
তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ১৭৫ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অন্যান্য ক্যাটেগরির প্রার্থীদের দিতে হবে ১১০০ টাকা। এই অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে ডেবিট কার্ডে (RuPay / Visa / Master Card / Maestro), ক্রেডিট কার্ডে, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড, মোবাইল ওয়ালেটের মাধ্যমে।
আরও পড়ুন- দশম-দ্বাদশ পাশেই চাকরির সুযোগ এই সংস্থায়, ২৯ হাজার থেকে শুরু বেতন- কত শূন্যপদ ?
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI