NRS Medical Recruitment: কলকাতার হাসপাতালে চাকরির বিজ্ঞপ্তি, জেনে নিন কোন কোন পদে হবে নিয়োগ
NRS Medical College & Hospital, Kolkata- Recruitment: এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে জিএনএম কোর্স উত্তীর্ণ হতে হবে। সঙ্গে থ্যালাসেমিয়ার রোগী ও পরিবারের সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর।
কলকাতা: কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে(NRS Medical College & Hospital, Kolkata) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ২টি পদে হবে এই নিয়োগ। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আগামী ১৮ নভেম্বর সরাসরি ইন্টারভিউ দিতে হবে চাকরিপ্রার্থীদের।
NRS Medical College & Hospital, Kolkata- Recruitment:
হাসপাতালের জেনারেল নার্সিং ও মিডওয়াইফেরি (GNM)পদে নিয়োগ করবে হাসপাতাল কর্তৃপক্ষ। ২টি পদে চুক্তির ভিত্তিতে হেমাটোলজি ডিপার্টমেন্টে হবে এই নিয়োগ। চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট দিনে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র নিয়ে সংশ্লিষ্ট বিভাগে সরাসরি ইন্টারভিউয়ের জন্য আসতে হবে।
NRS Medical Recruitment:
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে জিএনএম কোর্স উত্তীর্ণ হতে হবে। সঙ্গে থ্যালাসেমিয়ার রোগী ও পরিবারের সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর।
GNM STAFF: 02
NRS Medical Recruitment: বয়স সীমা- কোনওভাবে ৪০ ঊর্ধ্ব ব্যক্তিকে এই পদে নিয়োগ করা হবে না। এই বিষয়ে বিশদে জানতে রাজ্যের স্বাস্থ্য বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীদের।
বেতন কাঠামো
একবার নিযুক্ত হলে মাসে ২৫০০০ টাকা বেতন পাবেন প্রার্থী।
NRS Medical Recruitment: কীভাবে আবেদন করবেন ?
এই পদে আবেদনের জন্য সরাসরি নির্দিষ্ট ঠিকানায় যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীকে। সঙ্গে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা, কাস্ট, বয়স ও অভিজ্ঞতার শংসাপত্র থাকতে হবে।
NRS Medical College & Hospital, Kolkata- Recruitment: ইন্টারভিউয়ের তারিখ ও স্থান
এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে আগামী ১৮ নভেম্বর হাসপাতালের Office of the Haematology Department, 4th Floor, Centenary building-এ যেতে হবে। আবেদনকারীদের রিপোর্টিং টাইম সকাল ৯-১০ টা। ইন্টারভিউ শুরু হবে ১১টা থেকে।
Official website of NRS Medical College & Hospital — https://www.wbhealth.gov.in
আরও পড়ুন : Burdwan Medical College Recruitment: রাজ্যে এই হাসপাতালে নার্স-ল্যাব টেকনিশিয়ানের পদ খালি, এখনই করুন আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI