UGC NET 2024: UGC NET-র নয়া দিনক্ষণ ঘোষণা করল NTA, টেস্ট হবে কম্পিউটারে
NTA Declares Dates For UGC NET 2024: ইউজিসি নেটের নয়া দিনক্ষণ ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ওএমআর শিটের বদলে এবার কম্পিউটার বেসড টেস্ট নেবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।
UGC NET 2024 New Date: নিটের প্রশ্নপত্র ফাঁস, একের পর এক পরীক্ষা বাতিলহ এনটিএ নিয়ে চরম বিতর্ক। এর মাঝেই নতুন পরীক্ষার দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। বিতর্কিত এই কেন্দ্রীয় সংস্থার তরফে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে পরীক্ষার নয়া দিনক্ষণ (NTA New Exam Dates) ঘোষণা করা হয়েছে। ইউজিসি নেট পরীক্ষারও দিনক্ষণ ঘোষণা করেছে এনটিএ।
আর কোন কোন পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল NTA ?
২৮ জুন তারিখের বিজ্ঞপ্তিতে ইউজিসি নেটের (UGC NET 2024) নয়া দিনক্ষণ স্পষ্টভাবে জানানো হয়নি। সাধারণ একটি নির্দিষ্ট তারিখে এই পরীক্ষা নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে একটি তারিখে এই পরীক্ষা নেওয়া হবে। কোন তারিখে (UGC NET 2024 New Date) পরীক্ষাটি হবে তা এখনও জানা যায়নি। অন্যদিকে এনসিইটি ২০২৪ সালের পরীক্ষার আগামী ১০ জুলাই হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এর পর জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষাটি ২৫-২৭ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। তৃতীয় পরীক্ষা অর্থাৎ ইউজিসি ষেট জুনের পরীক্ষাটি ২১ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে হবে বলে জানিয়েছে এনটিএ।
পরীক্ষা হবে নয়া নিয়মে
জুন মাসের ইউজিসি নেট ২০২৪ পরীক্ষাটি কাগজে কলমে ওএমআর শিটে নেওয়া হয়েছিল। কিন্তু এবারের পরীক্ষা আর ওএমআর শিটে নেওয়া হবে। বিতর্ক এড়াতে এবার আগামী সব পরীক্ষাই কম্পিউটার বেসড টেস্ট হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অর্থাৎ কম্পিউটারে বসে পুরোপুরি অনলাইন মোডেই পরীক্ষা নেওয়া হবে। প্রসঙ্গত, পরীক্ষা দুর্নীতির পিছনে একাধিক সময়ে এই ওএমআর শিট জড়িয়ে গিয়েছে। এবারেও সেই একই ঘটনা ঘটে। তাই কোনওরকম বিতর্ক এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
আয়ুশের পরীক্ষা
এদিনের বিজ্ঞপ্তিতে এনটিএ উল্লেখ করে কিছু অনিবার্য কারণবশত পরীক্ষাগুলি বাতিল বা স্থগিত করতে হয়েছিল। স্থগিত হয়েছিল সিএসআইর নেট। বাতিল হয়েছিল ইউজিসি নেট ২০২৪। তবে অল ইন্ডিয়া আয়ুশ পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামিনেশনের পরীক্ষা নির্ধারিত তারিখেই হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। বিস্তারিত জানতে এনটিএ-র অফিসিয়াল সাইটে গিয়ে বিজ্ঞপ্তি বিভাগের নোটিশ দেখতে হবে।
আরও পড়ুন - IBPS Recruitment: IBPS RRB PO নিয়োগে আবেদনের সময়সীমা বাড়ল, কবে শেষ তারিখ ?
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI