Teacher Recruitment: একদিনেই ১৬ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ, নজির গড়ল এই রাজ্য
Odisha Government: নব-নিয়োজিত এই ১৬ হাজার শিক্ষকই আগামী দিনে ওড়িশার স্কুলশিক্ষার কাঠামোকে আরও উন্নত করে তুলবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিপুল নিয়োগ স্কুলের শিক্ষার মানোন্নয়নের কাজে সহায়তা করবে।
Recruitment News: শনিবার ওড়িশা সরকার একদিনেই কয়েক হাজার জুনিয়র শিক্ষক নিয়োগ করে নজির গড়েছে। এই শিক্ষকরা ওড়িশার বিভিন্ন সরকারি প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করবেন। একদিনে এত বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগেই (Teacher Recruitment) নজির গড়ল ওড়িশা। রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন মাঝি কলিঙ্গ স্টেডিয়ামে এক অনুষ্ঠান (Recruitment News) চলাকালীন বেশ কিছু প্রার্থীর হাতে এই নিয়োগপত্র তুলে দেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও।
জানা গিয়েছে ওড়িশার ৩০টি জেলার প্রতিটিতেই এই ১৬ হাজার শিক্ষক নিয়োগ হয়েছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত সকল দর্শকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মোহন মাঝি জানান যে শিক্ষকতা সবথেকে বেশি শ্রদ্ধাপূর্ণ একটি পেশা এবং আগামী দিনের সমাজ গড়ার কারিগর এই শিক্ষকরাই। আগেরকার দিনে গুরুকে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সঙ্গে তুলনা করা হত। মুখ্যমন্ত্রী মোহন মাঝি এও বলেছেন যে ওড়িশা সরকার শিক্ষাখাতে আরও টাকা বরাদ্দ করেছে উন্নয়নের জন্য। স্কুলশিক্ষার উন্নয়নের জন্য একযোগে ১৬ হাজার জুনিয়র শিক্ষক নিয়োগের মাধ্যমে সরকার দ্বিগুণ গতিতে তাঁর প্রতিশ্রুতি রক্ষা করতে চলেছে।
নব-নিয়োজিত এই ১৬ হাজার শিক্ষকই আগামী দিনে ওড়িশার স্কুলশিক্ষার কাঠামোকে আরও উন্নত ও সমৃদ্ধ করে তুলবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিপুল নিয়োগ স্কুলের শিক্ষার মানোন্নয়নের কাজে বিপুলভাবে সহায়তা করবে। এর মাধ্যমে পঠন আরও উন্নত হবে, ওড়িশার শিশু-কিশোররা এক উজ্জ্বল ভবিষ্যত গড়তে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ওড়িশা সরকারের মুখ্যমন্ত্রী মোহন মাঝি নিরন্তর শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে বদ্ধ পরিকর আছেন। আগামী ২০৩৬ সালের মধ্যে বিকশিত ওড়িশা গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
যদিও ওড়িশায় বিরোধী দল বিজেডি এই শিক্ষক নিয়োগের ব্যাপারে বিজেপিকে সমস্ত কৃতজ্ঞতা নেওয়ার জন্য বিদ্রুপ করেছে। এই স্থানীয় রাজনৈতিক দল একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে পূর্ববর্তী বিজেডি সরকার এই শিক্ষক নিয়োগের জন্য সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছিল। বিজেপি সরকারের এতে আলাদা করে কিছু করার ছিলই না, শুধুমাত্র নিয়োগপত্র বিলি করে এই শিক্ষক নিয়োগের কৃতজ্ঞতা নিয়েছে বিজেপি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ONGC Recruitment: ওএনজিসি- তে শিক্ষানবিশ পদে নিয়োগ, শূন্যপদ কত? কবে পর্যন্ত জানানো যাবে আবেদন?
Education Loan Information:
Calculate Education Loan EMI