Fellowship Hike: মূল্যবৃদ্ধির বাজারে সুরাহা, বাড়ল রিসার্চ ফেলোদের ভাতা, এখন কত?
JRF Fellowship Hike:জুনিয়র রিসার্চ ফেলো (JRF), সিনিয়র রিসার্চ ফেলো (SRF) এবং রিসার্চ অ্যাসোসিয়েটদের ভাতা বৃদ্ধি করা হল।

নয়াদিল্লি: গবেষক এবং গবেষক পড়ুয়াদের ভাতা বৃদ্ধির ঘোষণা করল DST (Director of Science and Technology)। জুনিয়র রিসার্চ ফেলো (JRF), সিনিয়র রিসার্চ ফেলো (SRF) এবং রিসার্চ অ্যাসোসিয়েটদের ভাতা বৃদ্ধি করা হল।
দীর্ঘদিন ধরেই গবেষকদের তরফে ভাতা বৃদ্ধির দাবি জানানো হচ্ছিল। অবশেষে সেই দাবির মেনে নিল DST. সব স্তরের ভাতাই বাড়ানো হয়েছে। ২০২৩ সালের পয়লা জানুয়ারি থেকে বর্ধিত ভাতা লাগু হবে।
Govt. has approved enhancing emoluments for JRF/SRF/RAs engaged in R&D activities whereby they will receive following fellowships/month w.e.f 01/01/2023:
— DSTIndia (@IndiaDST) June 22, 2023
JRF - Rs 37,000
SRF - Rs 42,000
RA1 - Rs 58,000
RA2 - Rs 61,000
RA3 - Rs 63,000@DrJitendraSingh @srivaric @guptaakhilesh63
কোন কোন স্তরে এখন প্রতি মাসে কী ভাতা হবে?
- জুনিয়র রিসার্চ ফেলো (JRF)- ৩৭০০০ টাকা
- সিনিয়র রিসার্চ ফেলো (SRF)- ৪২০০০ টাকা
- রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ১ (RA 1)- ৫৮০০০ টাকা
- রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ২ (RA 2)- ৬১০০০ টাকা
- রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ৩ (RA 3)- ৬৩০০০ টাকা
আগে কী ছিল:
- জুনিয়র রিসার্চ ফেলো (JRF)- ৩১০০০ টাকা
- সিনিয়র রিসার্চ ফেলো (SRF)- ৩৫০০০ টাকা
- রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ১ (RA 1)- ৪৭০০০ টাকা
- রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ২ (RA 2)- ৪৯০০০ টাকা
- রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ৩ (RA 3)- ৫৪০০০ টাকা
উপরের তালিকায় যা রয়েছে, সেটি ২০১৯ সালে ছিল। তারপরে এবার নতুন করে ভাতা বৃদ্ধি করা হল। দীর্ঘদিন ধরেই এই দাবি ছিল। সোশ্যাল মিডিয়ায় অবশ্য মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। কেউ কেউ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, ভাতা আরও বৃদ্ধি করা উচিত ছিল। গবেষকদের একাংশের দাবি ছিল অন্তত ৬০ শতাংশ ভাতা বৃদ্ধি করা হোক। এক্ষেত্রে জুনিয়র রিসার্চ ফেলো (JRF)-এর ক্ষেত্রে ১৯ শতাংশ, সিনিয়র রিসার্চ ফেলো (SRF)-এর ক্ষেত্রে ২০ শতাংশ, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ১ (RA 1)- ক্ষেত্রে ২৩ শতাংশ। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ২ (RA 2)-এর ক্ষেত্রে ২৪ শতাংশ। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ৩ (RA 3)-এর ক্ষেত্রে ১৬ শতাংশ।
পিএইচডিরত গবেষকরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছিলেন ভাতা বৃদ্ধির দাবি নিয়ে। মূল্যবৃদ্ধির কারণে প্রতি চার বছর অন্তর ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছিলেন তিনি। সেই দাবিই এখন মেনে নেওয়া হল DST (Director of Science and Technology)-এর তরফে।
আরও পড়ুন: প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?
Education Loan Information:
Calculate Education Loan EMI



















