Railway Jobs: ৩১১৫ পদে শিক্ষানবিশ, ৬১৮০ পদে টেকনিশিয়ান নিয়োগ করবে রেল ! বড় ঘোষণা
Railway Recruitment: আগামী ২৮ জুলাই পর্যন্ত করতে পারবেন আবেদন। rrbapply.gov.in অফিসিয়াল পোর্টালের মাধ্যমে এই আবেদন করা যাবে অনলাইনেই।

Job News: রেলে চাকরির বড় সুযোগ। একসঙ্গে দু-দুটি ভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি ঘোষণা করেছে ভারতীয় রেলওয়ে। প্রথমে গতকাল ১ জুলাই রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে জানানো হয়েছে রেলে ৩১১৫ পদে (আনুমানিক) শিক্ষানবিশ নিয়োগ করা হবে। অ্যাক্ট অ্যাপ্রেন্টিস হিসেবে প্রশিক্ষণ দেবে রেল। ২০২৫-২৬ বর্ষের জন্য এই নিয়োগ করা হবে বলেই জানানো হয়েছে। তবে এর পাশাপাশি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে ৬১৮০ পদে টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। ভারতীয় রেলওয়েতে আরআরবি টেকনিশিয়ান রিক্রুটমেন্ট ২০২৫ শুরু হতে চলেছে শীঘ্রই। ২৮ জুন থেকেই এই আবেদন শুরু হয়েছে। তবে শিক্ষানবিশ পদের জন্য এখনও বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি।
১ জুলাই ২০২৫ রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় ভারতীয় রেলওয়েতে আনুমানিক ৩১১৫ পদে উৎসাহী ছেলে-মেয়েদের অ্যাক্ট অ্যাপ্রেন্টিস হিসেবে প্রশিক্ষণ দেওয়া হবে এবং বিস্তারিত সময়সূচি, শূন্যপদের সংখ্যা, যোগ্যতা, অন্যান্য নিয়মাবলী পরে বিস্তারিত বিজ্ঞপ্তিতে জানানো হবে। www.rrcer.org ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ পাবে বলে জানানো হয়েছে। এই ওয়েবসাইটেই নিয়োগের জন্য আবেদনের লিঙ্ক খোলা হবে তারপরে।
এর পাশাপাশি ২৮ জুন থেকে শুরু হয়েছে ভারতীয় রেলওয়ের টেকনিশিয়ান পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া। ৬১৮০ শূন্যপদে নিয়োগ হবে রেলে। এর মধ্যে ১৮০ জনকে নেওয়া হবে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনাল পদে এবং বাকি ৬০০০ জনকে নেওয়া হবে টেকনিশিয়ান গ্রেড ৩ হিসেবে।
আগামী ২৮ জুলাই পর্যন্ত করতে পারবেন আবেদন। rrbapply.gov.in অফিসিয়াল পোর্টালের মাধ্যমে এই আবেদন করা যাবে অনলাইনেই। টেকনিশিয়ান গ্রেড ওয়ান পদের জন্য আগ্রহী প্রার্থীকে পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, আইটি, ইনস্ট্রুমেন্টেশন ইত্যাদির কোনও একটি স্ট্রিমে বিএসসি ডিগ্রি বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। আর টেকনিশিয়ান গ্রেড থ্রি পদের জন্য প্রার্থীকে দশম শ্রেণি পাশ হতে হবে এবং এর সঙ্গে আইটিআই বা সংশ্লিষ্ট ট্রেডে শিক্ষানবিশির শংসাপত্র থাকতে হবে।
গ্রেড ওয়ান পদের জন্য বয়সসীমা হবে ১৮-৩৩ বছর আর গ্রেড ৩ পদের জন্য বয়সসীমা হবে ১৮-৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















