SSC MTS 2025: দশম পাশেই মিলবে এই সরকারি চাকরির সুযোগ, শুরু হয়েছে আবেদন- কারা যোগ্য ?
SSC MTS 2025 Application Starts: স্টাফ সিলেকশন কমিশন ইতিমধ্যেই তাদের পরীক্ষার সূচিতে উল্লেখ করে দিয়েছে যে এসএসসি এমটিএস পরীক্ষা আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে।

Govt Jobs: আপনি যদি দশম শ্রেণি উত্তীর্ণ হন এবং সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আপনার জন্য বড় সুযোগ। কেন্দ্র সরকারের তরফে স্টাফ সিলেকশন কমিশনের মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ শুরু হয়েছে। ২০২৫ সালের এই নিয়োগের (SSC MTS 2025) জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র সরকার। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ২০ জুলাই ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে আবেদন (Govt Jobs) করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এসএসসির স্টাফ সিলেকশন কমিশনে যোগদানের জন্য প্রার্থীকে অবশ্যই একটি স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। আপনি যদি উচ্চ বিদ্যালয় উত্তীর্ণ হয়ে থাকেন, তাহলে এই নিয়োগের জন্য আপনিও আবেদন করতে পারবেন। এই নিয়োগে আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ বয়স ২৫ বছর থেকে ২৭ বছর হতে হবে। পদ অনুসারে সর্বোচ্চ বয়স বদলে যেতে পারে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে।
কবে হবে পরীক্ষা ?
স্টাফ সিলেকশন কমিশন ইতিমধ্যেই তাদের পরীক্ষার সূচিতে উল্লেখ করে দিয়েছে যে এসএসসি এমটিএস পরীক্ষা আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। অর্থাৎ আপনার কাছে এই পরীক্ষার জন্য অনেক সময় রয়েছে।
আবেদন প্রক্রিয়া কী
নিয়োগের জন্য আবেদন করার আগে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। যদি আপনি ইতিমধ্যেই ওটিআর করে থাকেন তাহলে আপনি সরাসরি ফর্ম পূরণ করতে পারবেন।
আবেদনের ফি কত হবে
আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি জমা দিতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ছাড়া বাকি প্রার্থীদের এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে ১০০ টাকা জমা দিতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও আবেদনের ফি দিতে হবে না।
এর আগে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য ৩১৩১ পদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছি স্টাফ সিলেকশন কমিশন। বিগত ২৩ জুন থেকেই শুরু হয়ে গিয়েছে এর আবেদনের প্রক্রিয়া। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে করতে হবে আবেদন। ১৯ জুলাই রাত ১১টার মধ্যে আবেদনের ফি জমা দিতে হবে সকল প্রার্থীকে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















