Railway Recruitment 2022: ভারতীয় রেলে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি, দশম শ্রেণি পাশ হলেই সুযোগ
SECR Recruitment 2022: সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে নাগপুরে শিক্ষানবীশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারেন।
SECR Recruitment 2022: সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে নাগপুরে শিক্ষানবীশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারেন।
Railway Recruitment 2022: আবেদনের শেষ তারিখ জানেন ?
সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে নাগপুরে মোট ১০৪৪টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অফিশিয়াল সাইট apprenticeshipindia.org এ গিয়ে এই নিয়োগের জন্য আবেদন করতে হবে। এই পদগুলির জন্য আবেদনের শেষ তারিখ 3 জুন 2022।
SECR Recruitment 2022: কোন পদে কত নিয়োগ ?
এই নিয়োগ অভিযানের মাধ্যমে নাগপুরে ফিটারের জন্য 216টি, কার্পেন্টারের 68টি পদ, ওয়েল্ডারের 94টি পদ, 160টি ইলেকট্রিশিয়ানের পদ, 64টি পেইন্টারের পদ, 45টি প্লাম্বার, 122টি ডিজেল মেকানিকের, 15টি স্টেনোগ্রাফার এবং 15টি গ্রাফিস্টের পদ রয়েছে। এ ছাড়াও ৩টি পদে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। এর সঙ্গে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে রায়পুর বিভাগে 1033 শিক্ষানবীশ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই ক্ষেত্রে আগ্রহী প্রার্থীরা 24 মে 2022 পর্যন্ত আবেদন করতে পারবেন।
SECR Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগের জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে 50% নম্বর সহ দশম শ্রেণি পাশ হতে হবে।
SECR Recruitment 2022: আবেদনের বয়সসীমা
বিজ্ঞপ্তি অনুসারে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে শিক্ষানবীশের এই পদগুলিতে নিয়োগের জন্য প্রার্থীর বয়স 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। যেখানে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমাতে ছাড় পাবেন।দিনে লক্ষ লক্ষ যাত্রী রেলে যাতায়াত করেন। তাই ভারতীয় রেলওয়েকে দেশের লাইফলাইন বলা হয়। প্রতিদিন কয়েকশো ট্রেন পরিচালনা করে যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেয় রেল কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার জন্য রেলওয়ে অনলাইন টিকিট বুকিংয়ের সুবিধাও দেয় ইন্ডিয়ান রেলওয়ে।
আরও পড়ুন : Indian Army Jobs: ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি, এই পদগুলিতে হবে নিয়োগ
Education Loan Information:
Calculate Education Loan EMI