RBI Recruitment: এই ব্যাঙ্কে চাকরির স্বপ্ন দেখেন লক্ষ-লক্ষ যুবক, স্নাতক হলেই তাড়াতাড়ি আবেদন করুন
Jobs In RBI: অফিসার ক্যাডার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অফিশিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন চাকরিপ্রার্থীরা।
Jobs In RBI: অফিসার ক্যাডার (Officer Cadre) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অফিশিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন চাকরিপ্রার্থীরা। এই বিষয়ে বিস্তারিত নিচে দেওয়া হল।
RBI Recruitment 2022: কোন পদে কত নিয়োগ ?
সম্প্রতি তাদের অফিসার ক্যাডের পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। আরবিআই গ্রুপ-বি পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি জারি করেছে। গ্রেড-বি অফিসারের ২৯৪টি পদের জন্য আমন্ত্রণ জানিয়েছে RBI। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট opportunities.rbi.org.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। ২৮ মার্চ ২০২২ থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ১৮ এপ্রিল।
Jobs In RBI: গুরুত্বপূর্ণ তারিখ
রেজিস্ট্রেশন শুরুর তারিখ: 28 মার্চ 2022
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: 18 এপ্রিল 2022
জেনারেল অফিসার পরীক্ষার তারিখ (পেপার-1): 28 মে 2022
জেনারেল অফিসার পরীক্ষার তারিখ (পেপার-2): 25 জুন 2022
অফিসার DEPR ও DSIM (পেপার-1): 02 জুলাই 2022
অফিসার DEPR ও DSIM (পেপার-2): 06 অগাস্ট 2022
RBI Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
গ্রেড-বি অফিসার (জেনারেল) পদে আবেদন করার জন্য সাধারণ বিভাগের একজন প্রার্থীকে অবশ্যই যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। অথবা প্রার্থীকে টেকনিক্যাল অথবা ভোকেশনাল কোর্সে 60 শতাংশ নম্বর সহ পাশ করতে হবে। যেখানে SC, ST ও PWBD আবেদনকারীদের জন্য, 50% নম্বর সহ স্নাতকোত্তর বা সমতুল্য টেকনিক্যাল যোগ্যতা থাকতে হবে চাকরিপ্রার্থীর। অথবা এই বিভাগের আবেদনকারীদের সব সেমিস্টারে 55% নম্বর পেয়ে পাশ করতে হবে।
Jobs In RBI: নিচের পদগুলিতে করতে হবে আবেদন
এই পদগুলিতে আবেদন ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য, আগ্রহী প্রার্থীরা RBI এর অফিশিয়াল ওয়েবসাইট opportunities.rbi.org.in দেখতে পারেন।
Vacancy Details
Grade-B Officer, General: 238 Posts
Grade-B Officer, Department of Economic and Policy Research: 31 Posts
Grade-B Officer, Department of Statistics and Information Management:25 Posts
Assistant Manager, Official Language: 06 Posts
Assistant Manager Etiquette & Security: 03 Posts
আরও পড়ুন : CISF Recruitment:৮০,০০০ টাকার বেশি বেতন, এই চাকরিতে ১২ উত্তীর্ণরা করতে পারবেন আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI