Recruitment News: কলকাতা হাইকোর্টে বিভিন্ন পদে চাকরির সুযোগ, ৮৩ হাজার পর্যন্ত মিলবে বেতন
Calcutta High Court Jobs: কলকাতা হাইকোর্টে নানাবিধ পদের জন্য নিয়োগ করা হবে। এর মধ্যে একেকটি পদের জন্য আলাদা আলাদা শূন্যপদ। দেখে নিন কোন পদের জন্য কত লোক নেওয়া হবে তাঁর তালিকা।
Calcutta High Court Recruitment: কলকাতা হাইকোর্টে নিয়োগের সুযোগ। নানাবিধ পদে হবে এই নিয়োগ। গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা উচ্চ আদালত। এর মধ্যে যেমন রয়েছে স্টেনোগ্রাফার, রয়েছে পিয়ন এবং নাইটগার্ড এবং প্রসেস সার্ভারের পদ। একেকটি পদের (Recruitment News) জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। লিখিত পরীক্ষা দিয়েই প্রার্থী নির্বাচন করবে কলকাতা হাইকোর্ট। এই সমস্ত পদের জন্য (Calcutta High Court Recruitment) সর্বোচ্চ ৮৩ হাজার টাকা পর্যন্ত বেতন মিলবে। কোন পদে কী যোগ্যতা লাগবে, কতদিন পর্যন্ত চলবে এই আবেদন দেখে নিন।
কতগুলি শূন্যপদ
কলকাতা হাইকোর্টে নানাবিধ পদের জন্য নিয়োগ করা হবে। এর মধ্যে একেকটি পদের জন্য আলাদা আলাদা শূন্যপদ। দেখে নিন কোন পদের জন্য কত লোক নেওয়া হবে তাঁর তালিকা।
ইংরেজি স্টেনোগ্রাফার (UDC)- ২টি শূন্যপদ
UDC (গ্রুপ বি)- ৭টি শূন্যপদ
LDC (গ্রুপ সি) – ৩২টি শূন্যপদ
প্রসেস সার্ভার- ৬টি শূন্যপদ
গ্রুপ ডি (পিয়ন/ নাইটগার্ড)- ২৭টি শূন্যপদ
মোট ৭৪টি শূন্যপদ রয়েছে কলকাতা হাইকোর্টে। এই সমস্ত পদের জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করেছে হাইকোর্ট।
শিক্ষাগত যোগ্যতা
ইংরেজি স্টেনোগ্রাফারের জন্য প্রার্থীর কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে, মাধ্যমিক পাশ থাকতে হবে। শর্টহ্যান্ডে মিনিটে ৮০টি শব্দ এবং সাধারণে মিনিটে ৪০টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে। ১০ মিনিটের মধ্যে একটি পাঠ্য পাণ্ডুলিপি থেকে টাইপ করার দক্ষতা থাকতে হবে।
গ্রুপ বি পদের জন্য আবেদনকারী প্রার্থীর স্নাতক ডিগ্রি এবং ৬ মাসের একটি কম্পিউটার প্রশিক্ষণের শংসাপত্র থাকতে হবে। টাইপিংয়ের দক্ষতা এই ক্ষেত্রেও থাকতে হবে।
অষ্টম শ্রেণি পাশ করলেই হাইকোর্টে প্রসেস সার্ভারের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা
১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে সমস্ত আবেদনকারী প্রার্থীই এই পদগুলির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। ইংরেজি স্টেনোগ্রাফার এবং ইউডিসি গ্রুপ বি পদের জন্য কেবল সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর, বাকি সব পদের জন্য বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতন কাঠামো
সর্বনিম্ন গ্রুপ ডি পদের জন্য মাসিক ১৭ হাজার টাকা থেকে গ্রুপ এ স্টেনোগ্রাফার পদের জন্য মাসিক ৩২ হাজার টাকা পর্যন্ত বেতন মিলবে নির্বাচিত প্রার্থীদের। স্টেনোগ্রাফার পদে বেতন সর্বোচ্চ হতে পারে প্রায় ৮৩ হাজার টাকা পর্যন্ত।
গুরুত্বপূর্ণ দিন
২৭ জুলাই ২০২৪ থেকে এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে ২০ অগস্ট পর্যন্ত। ফি জমা দিতে হবে ২০ অগস্ট রাত ১১.৫৯-এর মধ্যে।
হাইকোর্টের ওয়েবসাইট থেকেই অনলাইনে করতে হবে আবেদন। এর জন্য ৬০০ টাকা আবেদনের ফি-ও দিতে হবে।
আরও পড়ুন: India Post GDS Recruitment 2024: হাতে আর মাত্র ৮ দিন, গ্রামীণ ডাকসেবকের আবেদন করেছেন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI