ESIC Jobs 2025: ESI সংস্থায় চাকরির সুযোগ, মাসিক ৭৮ হাজার টাকা মিলবে বেতন; কত শূন্যপদ ? কারা করতে পারবেন আবেদন ?
Recruitment News: এই নিয়োগে নির্বাচিত প্রার্থীরা সপ্তম পে কমিশনের লেভেল ১২ অনুসারে বেতন পাবেন। প্রাথমিক বেতন হবে মাসে ৭৮,৮০০ টাকা।

Recruitment News: যে সমস্ত তরুণ-তরুণী সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা সরকারি চাকরি পাওয়ার অপেক্ষায় আছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ (ESIC Jobs 2025) রয়েছে। কর্মচারী রাজ্য বিমা কর্পোরেশন সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সারা দেশজুড়ে বিভিন্ন রিজিয়নে স্পেশালিস্ট গ্রেড ২ পদের জন্য নিয়োগের ঘোষণা করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৫৫৮টি শূন্যপদ পূরণ করা হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যোগ্য প্রার্থীরা আগামী ২৬ এপ্রিল পর্যন্ত এই সংস্থায় উল্লিখিত পদের জন্য আবেদন (Job News) করতে পারেন। তবে এই আবেদন করতে হবে অফলাইনে। কিছু কিছু রাজ্যের জন্য আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে ২ মে ২০২৫ পর্যন্ত।
কোন কোন পদে করা হবে এই নিয়োগ
প্রথমত স্পেশালিস্ট গ্রেড ২ (সিনিয়র স্কেল) পদের জন্য নেওয়া হবে ১৫৫ জনকে এবং স্পেশালিস্ট গ্রেড ২ (জুনিয়র স্কেল) পদের জন্য নেওয়া হবে ৪০৩ জনকে।
কারা করতে পারবেন আবেদন
এই নিয়োগে যোগ দেওয়ার জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে এমডি, এমএস, এমসিএইচ, ডিএম, ডিএ, ডিপিএম কিংবা এমএসসির মত স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তাছাড়া আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪৫ বছরের বেশি হওয়া যাবে না। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
কত বেতন মিলবে
এই নিয়োগে নির্বাচিত প্রার্থীরা সপ্তম পে কমিশনের লেভেল ১২ অনুসারে বেতন পাবেন। প্রাথমিক বেতন হবে মাসে ৭৮,৮০০ টাকা। তাছাড়া টিএ, ডিএ, এনপিএ ও এইচআরএ-র মত সুবিধাও পাবেন প্রার্থীরা।
আবেদনের ফি কত দিতে হবে
এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন সংস্থায় স্পেশালিস্ট গ্রেড ২ পদের জন্য আবেদন করতে হলে ইএসআইয়ের ফান্ড অ্যাকাউন্ট নম্বরে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ৫০০ টাকা আবেদনের ফি জমা দিতে হবে আবেদনকারী প্রার্থীদের।
এভাবে করুন আবেদন
এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে অফলাইন মোডে পরিচালিত হবে। প্রার্থীদের ইএসআইসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করে সংশ্লিষ্ট জরুরি নথি এর সঙ্গে জুড়ে নির্ধারিত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















