Recruitment News: রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল, আবেদন করবেন ?
IOCL Recruitment: নির্বাচিত প্রার্থীরা ইন্ডিয়ান অয়েল সংস্থায় স্থায়ী ভিত্তিতে চাকরি পাবেন না। এই পদে কাজের মেয়াদ হবে ১ বছর। তবে প্রজেক্টের প্রয়োজনে এই কাজের সময় বাড়তে বা কমতেও পারে।
![Recruitment News: রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল, আবেদন করবেন ? Recruitment News Indian Oil Recruitment Research Associate Salary and application dates Recruitment News: রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল, আবেদন করবেন ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/24/10c5e945cc92f694df2cfe06cd525bc11713935255648900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
IOCL Recruitment: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে (IOCL Recruitment) কর্মী নিয়োগ করা হবে। মূলত রিসার্চ অ্যাসোসিয়েট (Recruitment News) পদেই কর্মী নিয়োগ করা হবে এই রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থায়। শূন্যপদ খুব বেশি নেই, ৪০ বছর বয়সের মধ্যে হলেই আপনি আবেদন করতে পারবেন। তবে এটি কোনও স্থায়ী চাকরি নয়, চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের। যে সমস্ত প্রার্থীরা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত হতে চান, দেখে নিন কীভাবে আবেদন করবেন তাঁরা, কতদিনই বা চলবে এই আবেদন প্রক্রিয়া।
শূন্যপদ
ইন্ডিয়ান অয়েলে মাত্র দুটি শূন্যপদে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে লোক নেওয়া হবে। গবেষণামূলক কাজের জন্য উৎসাহী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন।
কাজের মেয়াদ
নির্বাচিত প্রার্থীরা ইন্ডিয়ান অয়েল (IOCL Recruitment) সংস্থায় স্থায়ী ভিত্তিতে চাকরি পাবেন না। এই পদে কাজের মেয়াদ হবে ১ বছর। তবে প্রজেক্টের প্রয়োজনে এই কাজের সময় বাড়তে বা কমতেও পারে। সেটা সম্পূর্ণই ইন্ডিয়াল অয়েল কর্তৃপক্ষের সিদ্ধান্ত।
বয়সসীমা
রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজের জন্য আগ্রহী প্রার্থীর বয়স অবশ্যই ৪০ বছরের নিচে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
আগ্রহী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে গেলে এই শিক্ষাগত যোগ্যতাগুলির কথা মাথায় রাখবেন। প্রার্থীকে অবশ্যই মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি বা বায়োটেকনোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি উত্তীর্ণ থাকতে হবে। বায়োকজিক্যাল কনভার্সন মাইক্রোবিয়াল ফার্মেন্টেশন, মাইক্রোবিয়াল বায়োপ্রসেসিং বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর।
বেতন কী থাকবে
ডিবিটি বা ডিএসটি গাইডলাইন মেনে রিসার্চ প্রজেক্ট গ্রান্ট অনুসারে নির্বাচিত প্রার্থীদের বেতন বা স্টাইপেন্ড দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের (IOCL Recruitment) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন এবং পরে সেই আবেদনপত্র নিজের সিভি সহ নির্দিষ্ট ইমেলে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ দিন ১৫ মে ২০২৪।
অন্যান্য সরকারি চাকরি
ভারতীয় ডাকবিভাগে কর্মী নিয়োগ হবে। এবার ২৭ জন কর্মী নিয়োগ (Recruitment News) করবে ভারতীয় ডাকবিভাগ। মূলত স্টাফ কার ড্রাইভার হিসেবেই নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা দিতে হবে না। হালকা ও ভারি গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে এবং ড্রাইভিং টেস্টে পাশ করলে এই পদে কাজ করতে পারবেন। দেখে নিন কতগুলি শূন্যপদ আছে, কী কী যোগ্যতা লাগবে এবং কতদিন পর্যন্ত আবেদন করা যাবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)