Job News: ৩০০ পদের জন্য নিয়োগ হবে এই সরকারি সংস্থায়, ৯ তারিখ থেকেই শুরু হয়েছে আবেদন
National Fertilizers Limited Jobs: নন এক্সিকিউটিভ পদের জন্য আবেদন করতে হলে অসংরক্ষিত, ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের আবেদনের ফি হিসেবে ২০০ টাকা দিতে হবে। এর সঙ্গে ব্যাঙ্ক চার্জ আলাদাভাবে যুক্ত থাকবে।
NFL Recruitment: যে সমস্ত প্রার্থীরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সুযোগ খুঁজছেন কোথায় পরীক্ষা হচ্ছে বা কোথায় নিয়োগ হচ্ছে, তাদের জন্য এবারে বড় সুযোগ। ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড সংস্থায় (Job News) এবারে নিয়োগ হবে। ৩০০ পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। মূলত নন-এক্সিকিউটিভ পদের জন্যই করা হবে এই নিয়োগ। এই সংস্থায় নিয়োগের (NFL Recruitment) জন্য আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কতদিন পর্যন্ত চলবে আবেদন, কীভাবেই বা করবেন আবেদন ?
যে সমস্ত প্রার্থীরা এই সংস্থায় চাকরির জন্য আবেদন করতে চান, তাদের এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.nationalfertilizers.com -এ গিয়ে আবেদন করে ফেলতে হবে। বিগত ৯ অক্টোবর থেকে এই আবেদন শুরু হয়ে গিয়েছে। আগামী ৮ নভেম্বর পর্যন্ত এই সংস্থায় করা যাবে আবেদন। আবেদনের জন্য এই প্রতিবেদনে উল্লিখিত ধাপগুলি মেনে চলতে হবে প্রার্থীদের। এই নিয়োগের মাধ্যমে ন্যাশনাল ফার্টিলাইজারস লিমিটেড সংস্থায় ৩৩৬টি পদে লোক নেওয়া হবে।
আবেদনের ফি কত দিতে হবে
নন এক্সিকিউটিভ পদের জন্য আবেদন করতে হলে অসংরক্ষিত, ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের আবেদনের ফি হিসেবে ২০০ টাকা দিতে হবে। এর সঙ্গে ব্যাঙ্ক চার্জ আলাদাভাবে যুক্ত থাকবে। একবার আবেদনের ফি জমা হয়ে গেলে তা আর ফেরত পাওয়া যাবে না। ফলে প্রার্থীদের এই চাকরির জন্য কাঙ্ক্ষিত যোগ্যতা যাচাই করে তারপর আবেদন করতে হবে এবং ফি জমা দিতে হবে। যদি কোনো প্রার্থী যোগ্যতার মাপকাঠি পূরণ করতে না পারে তাহলে তাঁর আবেদনপত্র গ্রহণ করা হবে না।
জরুরি কথা
প্রার্থীদের আবেদন করার সময় আবশ্যিকভাবে সমস্ত শিক্ষাগত যোগ্যতার নথি, ছবি, অন্যান্য প্রয়োজনীয় নথিও তৈরি রাখতে হবে। কোনো নথি জমা দিতে বাদ পড়ে গেলে সেই প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে না। ফলে আবেদন করতে বসার আগে এই সমস্ত নথি নিজের কাছে রেখে দিতে হবে।
গুরুত্বপূর্ণ দিন
বিগত ৯ অক্টোবর ২০২৪ থেকে শুরু হয়েছে এই সংস্থায় নন এক্সিকিউটিভ পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া।
আবেদনের প্রক্রিয়া চলবে আগামী ৮ নভেম্বর ২০২৪ পর্যন্ত।
কীভাবে করবেন আবেদন
ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড সংস্থায় আবেদন করার জন্য প্রথমেই প্রার্থীদের এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.nationalfertilizers.com –এ যেতে হবে।
তারপর এই ওয়েবসাইটের হোমপেজেই দেখা যাবে Career বলে একটি ট্যাব।
এখানে ক্লিক করে দেখা যাবে NFL Recruitment বলে আরেকটি ট্যাব।
এরপরে আপনাকে ক্লিক করতে হবে Non Executive 2024 Recruitment লিঙ্কে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে আবেদনের ফি জমা দিতে হবে প্রার্থীদের।
তারপর আবেদন সম্পূর্ণ হলে সেই আবেদনপত্রের একটি হার্ডকপি প্রিন্ট আউট করে এনে রাখতে হবে।
আরও পড়ুন: Israel-Iran war: এই ৮টি ডিফেন্স স্টক সোমবার দিতে পারে দারুণ লাভ, কাদের নাম আছে জানেন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI