RRB Annual Calendar: রেলের চাকরির পরীক্ষা দেবেন ? এই বছর কবে, কোন পরীক্ষা?
Exam Calendar: রেলের পরীক্ষা দেবেন ভাবছেন ? রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে সম্প্রতি সারা বছরের পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। জেনে নিন কবে কোন পরীক্ষা ?
Exam Calendar: লোকোপাইলট, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি নানা পদের জন্য বছরের বিভিন্ন সময় পরীক্ষা নেয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) তাদের সারা বছরের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। সমস্ত ধরনের পদের জন্য কবে, কোন পরীক্ষা (RRB Annual Calendar) নেবে বোর্ড তা স্পষ্ট উল্লিখিত হয়েছে এই ক্যালেন্ডারে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেখে নিন কবে, কোন পরীক্ষা আছে রেলের চাকরির ? আপনিই বা কোন পরীক্ষাটা দিচ্ছেন ?
কবে কোন পদের পরীক্ষা ?
এই বার্ষিক সময়সূচি অনুসারে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলবে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত। তারপর এপ্রিল মাস থেকে শুরু হবে টেকনিশিয়ান পদের নিয়োগ। চলবে জুন মাস পর্যন্ত। শুধু তাই নয়, নন-টেকনিকাল পদের জন্যেও পরীক্ষা (RRB Annual Calendar) নেবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। নন-টেকনিক্যাল বিভাগের মধ্যে রয়েছে – তিনটি পে লেভেলের গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট, জুনিয়র ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল বিভাগের নিয়োগ। ২০২৪ সালের জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই এই সব পদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। মিনিস্টারিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরিতে নিয়োগ হবে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত।
ALP পদে নিয়োগ
২০ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া। RRB-র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মোট ৫৬৯৬টি শূন্যপদে নিয়োগ হবে সহকারী লোকো পাইলট হিসেবে। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আবেদন। তবে আবেদনে কোনও ভুল থাকলে তা সংশোধনের জন্য কারেকশন উইন্ডো খোলা হবে ২০ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বার্ষিক সময়সূচিতে সবার আগে এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পদেই নিয়োগ করা হবে।
কবে হবে ALP নিয়োগের পরীক্ষা
জানা গিয়েছে, ২০২৪ সালের জুন ও আগস্ট মাসের মধ্যে এই পদের জন্য সিবিটি মোডের পরীক্ষা (RRB Annual Calendar) নেওয়া হবে। এর দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে এবং অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হবে নভেম্বর মাসে। শর্টলিস্টেড প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য ডাকা হবে এই বছরের শেষদিকে, নভেম্বর বা ডিসেম্বর মাসে।
টেকনিশিয়ান পদে নিয়োগ
অন্যদিকে টেকনিশিয়ান পদে ইতিমধ্যেই প্রায় ৯০০০ কর্মী নিয়োগ করতে চলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এমনটাই জানা গিয়েছে। আগামী মার্চ মাসেই এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, চলবে এপ্রিল মাস পর্যন্ত।
*পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নজর রাখুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।*
Education Loan Information:
Calculate Education Loan EMI