SBI PO 2023: চাকরি পরীক্ষার্থীদের জন্য সুখবর, মেয়াদ বাড়ল এসবিআই পিও- র রেজিস্ট্রেশনের, কবে পর্যন্ত আবেদন করা যাবে?
Jobs and Recruitments: জানা গিয়েছে, চলতি বছর নভেম্বর মাসে এসবিআই পিও- র প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্দিষ্ট দিনক্ষণ এবং অন্যান্য খুঁটিনাটি তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।
SBI PO 2023: যাঁরা চাকরি খুঁজছেন এবং ব্যাঙ্কের চাকরির জন্য পড়াশোনা করছেন, লক্ষ্য রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অফিসার পদে চাকরি করার তাঁদের জন্য সুখবর দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State bank of India)। এসবিআই পিও ২০২৩ (SBI PO 2023) - এর রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মেয়াদ বাড়ানো হয়েছে। প্রথমে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৭ সেপ্টেম্বর। তবে এবার তা বাড়িয়ে ৩ অক্টোবর করা হয়েছে। জানা গিয়েছে, চলতি বছর নভেম্বর মাসে এসবিআই পিও- র প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্দিষ্ট দিনক্ষণ এবং অন্যান্য খুঁটিনাটি তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে এই পরীক্ষার জন্য আবেদনকারীদের হাতে কল লেটার দেওয়া হবে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। মোট ২০০০ শূন্যপদের জন্য নিয়োগ করবে স্টেট ব্যাক অফ ইন্ডিয়া। প্রবিশনারি অফিসার পদে নিয়োগ করা হবে।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সীমা
যাঁরা আবেদন জানাবেন তাঁদের নূন্যতম বয়স হতে হবে ২১ বছর। অন্যদিকে ৩০ বছরের বেশি বয়সীরা (১ এপ্রিল অনুসারে) এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন না। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে বয়সসীমায় ছাড় রয়েছে।
আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে (in any discipline)। যাঁরা স্নাতক কোর্সের শেষ বছরে রয়েছেন অর্থাৎ ফাইনাল পরীক্ষা দেবেন, তাঁরাও আবেদন জানাতে পারবেন। তবে ইন্টারভিউ স্তরে পৌঁছলে এই প্রার্থীদের কাছে প্রমাণ থাকতে হবে যে তাঁরা ৩১ ডিসেম্বর, ২০২৩- এর আগেই পরীক্ষায় পাশ করে যাবেন। মেডিক্যাল, ইজিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্টেসি- এইসব ব্যাকগ্রাউন্ড থেকে আসা প্রার্থীরাও তাঁদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কোয়ালিফিকেশনের ভিত্তিতে আবেদন জানাতে পারবেন স্টেট ব্যাঙ্কের প্রিবিশনারি অফিসার হওয়ার জন্য।
এসবিআই পিও- র অ্যাপ্লিকেশন ফি
চলতি বছর এসবিআই পিও- র জন্য জেনারেল, ওবিসি এবং ইকোনমিকালি উইকার সেকশন অর্থাৎ ইডব্লুএস- দের জন্য অ্যাপিলকেশন ফি ধার্য করা হয়েছে ৭৫০ টাকা। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি মকুব করা হয়েছে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন- ভারতীয় সেনাবাহিনীতে টেকনিক্যাল গ্র্যাজুয়েট পোস্টে হচ্ছে নিয়োগ,কারা আবেদনের যোগ্য ?
Education Loan Information:
Calculate Education Loan EMI