Success Story: চা বিক্রি করেন বাবা, বস্তিতে থেকেই পড়াশোনা- ১০ বছরের শ্রমে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এই তরুণী
CA Success Story: সিএ পাশ করে সেই খবর বাবাকে দিতে গিয়ে আনন্দে আবেগে বাবাকে জড়িয়ে ধরেন অমিতা আর তাঁর বাবাও আবেগে কেঁদে ফেলেন। এমন আবেগঘন ভিডিয়ো মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
Viral Video: সারা ভারত জুড়ে এখন চর্চিত হচ্ছে এই তরুণীর সাফল্যের কাহিনি। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। দিল্লির এক বস্তিতে থাকেন এই তরুণী আর সেখানে থেকেই দীর্ঘ ১০ বছরের শ্রমে আজ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়েছেন তিনি। স্বপ্নপূরণ হয়েছে তাঁর। কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন আজ। এই তরুণীর নাম অমিতা প্রজাপতি। সম্প্রতি নিজের জীবনের এই সাফল্যের কাহিনি লিঙ্কডইনে পোস্ট করেন তিনি। সেই পোস্টেই উঠে আসে তাঁর বাবার সহায়তা, সব প্রতিকূলতাকে জয় করার অমোঘ কাহিনি। কীভাবে এত বাধা পেরিয়ে সফল হলেন অমিতা ?
লিঙ্কডইনে একটি দীর্ঘ পোস্টে অমিতা লেখেন, '১০ বছর লেগে গেল। এর মধ্যে প্রতিদিনই আমি স্বপ্ন দেখেছি, নিজেকে জিজ্ঞেস করেছি যে এই স্বপ্ন কি আদৌ সত্যি হবে। ১১ জুলাই ২০২৪, এই স্বপ্ন এদিন সত্যি হল। হ্যাঁ স্বপ্ন সত্যি হয়।' এরপরে অমিতা তাঁর বাবার কথা লেখেন। তিনি জানান, তাঁর বাবা চা বিক্রি করে সংসার চালান। লোকে বলত চা বিক্রি করে মেয়ের পড়াশোনার খরচ জোগাতে পারবে না তাঁর বাবা। তাঁর থেকে পয়সা বাঁচিয়ে একটা ঘর বানাক। সোমত্ত মেয়েদের নিয়ে কতদিন আর এভাবে রাস্তায় বস্তিতে থাকবেন ! একদিন এই মেয়েও অন্য কারও ঘরে চলে যাবে কারণ সে অন্য কারও সম্পদ। আর তখন তাঁর বাবার কাছে কিছুই থাকবে না। কিন্তু এই কথার পর দৃঢ় কণ্ঠে অমিতা জানান যে তিনি বস্তিতে থাকেন বলে এতটুকুও লজ্জিত নন।
পোস্টের শেষদিকে বাবা-মার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতেও ভোলেননি তিনি। লিখেছেন যে আজ তিনি যে জায়গায়, তা কেবল তাঁর বাবা-মায়ের জন্যই। তারা একবারের জন্যেও ভাবেননি যে আমি তাদের ছেড়ে চলে যাব, বরং মেয়ে হিসেবে আমাদের শিক্ষিত করে তুলেছেন। আর এই পোস্টের সঙ্গেই একটি ভিডিয়ো জুড়ে দেন অমিতা যেখানে দেখা যায় সিএ পাশ করে সেই খবর বাবাকে দিতে গিয়ে আনন্দে আবেগে বাবাকে জড়িয়ে ধরেন অমিতা আর তাঁর বাবাও আবেগে কেঁদে ফেলেন। এমন আবেগঘন ভিডিয়ো মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
বহু নেটিজেন কমেন্ট করেন এই পোস্টে। অনেকেই লেখেন যে তাঁর এই সাফল্যের যাত্রাপথ সত্যিই অনুপ্রেরণার যোগ্য। মানুষ কী অবস্থায় আছে, তাঁর আর্থিক অবস্থা কেমন তা আদপেই কোনও বিষয় নয়, আসল বিষয় হল মানুষের স্বপ্ন তাঁর প্রতি মানুষের প্যাশন কত দৃঢ়। প্যাশন দৃঢ় হলে যে কোনও বাধাকে টপকে একদিন ঠিকই মানুষ সাফল্যের শিখরে পৌঁছে যায়।
আরও পড়ুন: WBCS Success Story: 'জানি বেকারত্বের জ্বালা, বুকের ভেতর আগুনটাকে সবসময় জ্বালিয়ে রাখুন'
Education Loan Information:
Calculate Education Loan EMI