Google Jobs: গুগলে চাকরি পেতে কী করতে হবে ? প্রার্থীর কী গুণ থাকা চাই, জানালেন সুন্দর পিচাই
Sundar Pichai: সুন্দর পিচাই বলেন যে ইঞ্জিনিয়ারিং করেছেন প্রার্থী নাকি অন্য কোনো স্ট্রিম থেকে এসেছেন তার উপর প্রার্থীর দক্ষতা নির্ভর করে। ইঞ্জিনিয়ারিংয়ের প্রার্থীদের মধ্যে দারুণ প্রোগ্রামার খোঁজে গুগল।
Sundar Pichai: বিশ্বের সবথেকে বড় সংস্থা গুগলে চাকরি করতে চান অনেকেই। অনেকের স্বপ্ন থাকে গুগলে (Google Jobs) চাকরি করা, কিন্তু সেই স্বপ্ন অনেকেরই সফল হয় না। সেক্ষেত্রে গুগল চাকরিপ্রার্থীদের মধ্যে এমন কিছু গুণাবলী দেখতে চায় যা তাদের সংস্থায় কাজ করার জন্য খুবই জরুরি। কী সেইসব বৈশিষ্ট্য ? এবারে খোলসা করলেন গুগলের সিইও সুন্দর পিচাই (Sundar Pichai)। চাকরিপ্রার্থীদের মধ্যে এমন কিছু কিছু বৈশিষ্ট্য খুঁজতে চায় গুগল, এবারে স্পষ্ট কথায় বোঝালেন সুন্দর পিচাই। এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের মধ্যেও স্বচ্ছ্বতা বাড়বে। টেক জায়ান্ট সংস্থায় কাজের জন্য এবারে নিজেকে নতুন করে প্রস্তুত করতে পারবেন তরুণ শিক্ষার্থীরা।
একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে সুন্দর পিচাই জানান এন্ট্রি-লেভেল চাকরিতে কী কী বিষয় মাথায় রাখা দরকার একজন চাকরিপ্রার্থীর। গুগল চাইছে সুপারস্টার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, জানান সুন্দর পিচাই। তিনি জোর দিয়ে বলেন, এই সুপারস্টার সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মধ্যে শুধু যে অসাধারণ টেকনিক্যাল ক্ষমতা থাকবে, তাই নয় তাছাড়াও নতুন নতুন জিনিস শেখার ইচ্ছে, নিজেকে উন্নত করার চেষ্টা ও মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে।
সুন্দর পিচাই বলেন যে ইঞ্জিনিয়ারিং করেছেন প্রার্থী নাকি অন্য কোনো স্ট্রিম থেকে এসেছেন তার উপর প্রার্থীর দক্ষতা নির্ভর করে। ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন এমন প্রার্থীদের মধ্যে থেকে দারুণ প্রোগ্রামার খোঁজে গুগল যারা কম্পিউটার সায়েন্স একেবারে জলের মত বুঝে নিয়েছে, নানারকম ভিন্ন পরিস্থিতিতে কাজ করতে সক্ষম, নিজের উন্নতি, নতুন কিছু শেখার চেষ্টায় রত থাকবে সেই প্রার্থী এবং অধীত বিদ্যার প্রয়োগে নিরন্তর চেষ্টা করে যাবে। তিনি জানান যে সংস্থার পক্ষ থেকে কোনো চাকরি বিজ্ঞপ্তি দেওয়া হলে ৯০ শতাংশ মানুষ সেই বিজ্ঞপ্তি গ্রহণ করে আবেদন করে থাকেন।
শুধু তাই নয় এদিনের সাক্ষাৎকারে পিচাই বলেন যে গুগলে এখন মোট ১ লক্ষ ৮২ হাজার মানুষ কাজ করেন। উপসাগরীয় অঞ্চলের কর্মীদের জন্য ফুল টাইম খাবারের বন্দোবস্ত করে থাকে গুগল। সকালের খাবার, দুপুরের খাবার এবং রাতের খাবারও দেওয়া হয় কর্মীদের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RBI Alert: ব্যাঙ্কিং পরিষেবায় AI ব্যবহার ঝুঁকিপূর্ণ, বাড়তে পারে বিপদ- কী বার্তা RBI গভর্নরের ?
Education Loan Information:
Calculate Education Loan EMI