IAS Success Story: চিকিৎসক হওয়ার সিদ্ধান্ত পাল্টে দেয় একটি ঘটনাই, দেশের কনিষ্ঠ IAS হন স্বাতী
Swati Meena IAS: চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল প্রথম থেকেই। কিন্তু একটি ঘটনায় তা পাল্টে যায়।
কলকাতা: লাখ লাখ তরুণ-তরুণীর স্বপ্ন থাকে ইউপিএসসি পরীক্ষায় পাশ করে দেশ চালানোর মহাযজ্ঞে অংশ নেওয়ার। প্রতি বছর লাখ লাখ প্রার্থী এই পরীক্ষা দেন।তবে সবার পক্ষে প্রথমবারেই পরীক্ষায় সফল হওয়া সম্ভব হয় না। খুব কম পরীক্ষার্থী এই ক্ষেত্রে সাফল্য পান। তাদেরই একজন হলেন স্বাতী। স্বাতী মিনা। তিনি বর্তমানে মধ্যপ্রদেশের ২০০৮ সালের ব্যাচের আইএএস অফিসার। তবে বাসস্থান রাজস্থান। সেখান থেকেই তাঁর প্রাথমিক পড়াশোনা।
স্বাতীর ছোটবেলা
স্বাতী মিনা নায়ক বর্তমানে মধ্যপ্রদেশের আইএএস অফিসার হলেও তার আদি বাসস্থান রাজস্থান। রাজস্থানের শিকরে তাঁর বাড়ি। প্রসঙ্গত, ২২ বছর বয়সে তিনি ইউপিএসসি পরীক্ষায় সফল হন। সেদিক থেকে দেশের তরুণতম আইএএস অফিসারদের অন্যতম হল স্বাতী। ছোট থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন স্বাতী। তাঁর মা-বাবা দুজনেই স্ব স্ব ক্ষেত্রে কৃতী ব্যক্তি। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাঁর বাবা রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে একজন পদস্থ আমলা ছিলেন। অন্য়দিকে মা সরোজ মিনা একটি পেট্রোল পাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন।
স্বাতীর প্রাথমিক পড়াশোনা
স্বাতীর প্রাথমিক পড়াশোনা আজমেরের সোফিয়া কলেজে। সেখান থেকেই তিনি স্নাতক হন। তবে স্নাতক হওয়ার পাশাপাশি তাঁর চোখে স্বপ্ন ছিল দেশের আইএএস হওয়ার, ইউপিএসসি পরীক্ষায় সফল হওয়ার চেষ্টা। একটি সাক্ষাৎকারে স্বাতী মিনা জানান, তিনি ছোট থেকেই চিকিৎসক হতে চান। বাবা-মায়ের মতো কোনও প্রশাসনিক পদে বসার ইচ্ছে তাঁর ছিল না। তবে তাঁর পিসির জন্যই বদল আসে তাঁর লক্ষ্যে। পিসিকে দেখে তিনি সিদ্ধান্ত নেন আমলা পদে বসার পরীক্ষা দেবেন তিনি।
সারা ভারতে ২৬০ র্যাঙ্ক
সারা ভারতে ২৬০ র্যাঙ্ক করেন স্বাতী মিনা নায়েক। ২০০৭ সালে মাত্র ২২ বছর বয়সেই এই পরীক্ষায় সফল হন স্বাতী। ওই ব্যাচে তিনিই ছিলেন সর্বকনিষ্ঠ আইএএস অফিসার। বর্তমানে কেন্দ্রীয় সরকারের ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন দফতরের ডাইরেক্টরেটের সেক্রেটারি পদে বহাল রয়েছেন তিনি। এর আগে তিনি মধ্যপ্রদেশ সরকারের নারী ও শিশুকল্যাণ দফতরের দায়িত্বও সামলেছেন।
তাঁর বোনও কৃতী অফিসার
শুধু স্বাতী মিনা নন, তাঁর বোনও কৃতী আইএএস অফিসার। স্বাতীর সাফল্য দেখে তাঁর বোনও এই পেশায় আসার কথা ভাবেন। তিনি ২০১১ সালে ইউপিএসসি পরীক্ষা পাশ করেন। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, তিনি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার হিসেবে বর্তমানে কর্মরত।
Education Loan Information:
Calculate Education Loan EMI