UCO bank recruitment 2024: ইউকো ব্যাঙ্কের কলকাতা অফিসে নিয়োগ ; কোন পদে আবেদন, শেষ তারিখ কবে
UCO bank recruitment 2024 in Kolkata: ইউকো ব্যাঙ্কের কলকাতা অফিসে নিয়োগ হবে। সম্প্রতি ব্যাঙ্কের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কলকাতা: রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউকো ব্যাঙ্কের তরফে এবার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল। কলকাতার সদর দফতর থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে বলে জানিয়েছে ব্যাঙ্কের মানবসম্পদ উন্নয়ন বিভাগ। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। সঙ্গে জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত নথিপত্রও।
কোন পদে আবেদন ?
চিফ টেকনোলজি অফিসার (সিটিও), ম্যানেজার-সিভিল ইঞ্জিনিয়ার এবং ম্যানেজার-আর্কিটেক্ট পদে নিয়োগ করবে ইউকো ব্যাঙ্ক। সব মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ছয়টি। তবে ব্যাঙ্কের প্রয়োজনের ভিত্তিতে এই পদের সংখ্যা পাল্টে যেতেও পারে বলে জানিয়েছে সংস্থা।
শিক্ষাগত যোগ্যতা
- চিফ টেকনোলজি অফিসার পদে আবেদন করতে হলে ইঞ্জিনিয়ারিং, এমসিএ বা সমান যোগ্যতার ডিগ্রি থাকতে হবে। বয়স সবচেয়ে কম ৪০ ও সবচেয়ে ৫৭ বছর হতে পারে। নির্দিষ্ট পদে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই।
- ম্যানেজার-সিভিল ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে হলে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই বা বি.টেক থাকতে হবে। বয়স অন্তত ২৫ বছর ও সবচেয়ে বেশি ৩৫ বছর হতে পারে। নির্দিষ্ট পদে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই।
- ম্যানেজার-আর্কিটেক্ট পদে আবেদন করতে হলে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচারে বি.ই বা বি.টেক থাকতে হবে। বয়স অন্তত ২৫ বছর ও সবচেয়ে বেশি ৩৫ বছর হতে পারে। নির্দিষ্ট পদে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই। এর পাশাপাশি কাউন্সিল অব আর্কিটেকচারের রেজিস্ট্রেশন থাকতে হবে।
- এই বয়সসীমা অসংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীদের জন্য। অন্য ক্যাটেগরির প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে।
কত শূন্যপদ ?
আপাতত মোট ছয়টি শূন্যপদে নিয়োগ করা হবে। তবে ব্যাঙ্কের দরকার অনুযায়ী শূন্যপদের সংখ্যা বাড়তেও পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
কত বেতন ?
বেতন অভিজ্ঞতা, যোগ্যতা অনুযায়ী ধার্য করা হবে। তবে এই নিয়োগ চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই চুক্তি করা হবে বলে জানিয়েছে ব্যাঙ্ক।
আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ আগামী ২৯ জানুয়ারি। তার মধ্যেই সব নথিপত্র দিয়ে আবেদন করতে হবে।
আবেদনের খরচ
আবেদন করতে হলে সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ১০০ এবং ৭০০ টাকা জমা দিতে হবে। আবেদনের গোটা প্রক্রিয়া ব্যাঙ্কের ওয়েবসাইটের মূল বিজ্ঞপ্তিতে বিশদে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন - AAI Recruitment 2024: কলকাতা বিমানবন্দরে নিয়োগ ! কত শূন্যপদ, কত বেতন, আবেদনের শেষ তারিখ কবে ?
Education Loan Information:
Calculate Education Loan EMI