AAI Recruitment 2024: কলকাতা বিমানবন্দরে নিয়োগ ! কত শূন্যপদ, কত বেতন, আবেদনের শেষ তারিখ কবে ?
Kolkata Airport Recruitment 2024: কলকাতা বিমানবন্দরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল এয়ারপোর্ট অথিরিটি অফ ইন্ডিয়া। আগামী মাসের শুরুতেই আবেদনের শেষ তারিখ ধার্য করা হয়েছে।
কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর । কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। সেই মর্মেই গত বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এয়ারপোর্ট অথিরিটি অফ ইন্ডিয়া (এএআই)-র অফিসিয়াল সাইটে এই বিজ্ঞপ্তি জারি করা হয় ।
কত শূন্যপদ?
এএআই গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে নিয়োগ করবে। সব মিলিয়ে মোট ৩০ টি পদে নিয়োগ করা হবে। ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য এই শিক্ষানবিশ নিয়োগের পদ্ধতি চালু করা হয়েছে।এক বছরের প্রশিক্ষণে বৃত্তি সর্বোচ্চ ১৫,০০০ টাকা।
আবেদনের বয়স
আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট ছাড় দেওয়া হবে।
কত টাকা বৃত্তি?
শিক্ষানবিশ নিয়োগ করার পর প্রত্যেক প্রার্থীদের একটি নির্দিষ্ট অঙ্কের বৃত্তি দেওয়া হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিযুক্তদের যথাক্রমে প্রতি মাসে ১৫,০০০ টাকা, ১২,০০০ টাকা এবং ৯,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে ।
কারা আবেদন করতে পারবেন?
পশ্চিমবঙ্গে বাস করেন এমন ব্যক্তিরাই শুধু এই পদের জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
প্রত্যেক অ্যাপ্রেন্টিসের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে নোটিশে।
- গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের প্রার্থীদের এআইসিটিই (AICTE) স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ের একটি বিষয়ে চার বছরের ফুল টাইম (রেগুলার) ব্যাচেলর্স কোর্স করা থাকতে হবে।
- ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদের প্রার্থীদের এআইসিটিই (AICTE) স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ের একটি বিষয়ে তিন বছরের ফুল টাইম (রেগুলার) ব্যাচেলর্স কোর্স করা থাকতে হবে।
- আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস পদের প্রার্থীদের ভারতের ডাইরেক্টরেট জেনারেল অব ট্রেনিং তরফে দেওয়া আইটিআই এনসিভিটি সার্টিফিকেট থাকতে হবে।
- তবে এই সব প্রার্থীদেরই পাশ করতে হবে ২০২০ সালে বা ২০২০ সালের পর। তার আগে পাশ করা ব্যক্তিরা এই শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন না।
আবেদনের শেষ তারিখ
এই পদগুলির জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাই করা হবে। এর পর ইন্টারভিউ বা নথি যাচাই করে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ আগামী ৫ ফেব্রুয়ারি। বিস্তারিত তথ্যের জন্য এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার রিক্রুটমেন্ট ড্যাশবোর্ড থেকে ১৮ জানুয়ারির বিজ্ঞপ্তি দেখতে হবে।
আরও পড়ুন - IAS Success Story: ছোট থেকেই বলতে ও শুনতে অক্ষম ! তার পরও প্রথম চেষ্টাতেই IAS ডি রঞ্জিত
Education Loan Information:
Calculate Education Loan EMI